কলকাতানিউজ

হাসপাতালে ভর্তি হলেন পদ্মশ্রী নারায়ণ দেবনাথ, রয়েছে ফুসফুস ও কিডনিতে সমস্যা

Advertisement

কলকাতা: অসুস্থ ‘পদ্মশ্রী’ (Padmasree) কার্টুনিস্ট (Cartoonist) নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। গতকাল, শুক্রবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার (Kolkata) মিন্টো পার্ক (Minto Park) এলাকার একটি বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে খবর, ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনিতে সমস্যা রয়েছে তাঁর। এছাড়াও ভুগছিলেন বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যায়। অসুস্থতা বাড়ায় শুক্রবার সন্ধ্যায় কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

বাংলা শিশু সাহিত্যের অন্যতম কণ্ডারী নারায়ণ দেবনাথ। প্রজন্মের পর প্রজন্মের শৈশবের সঙ্গী হাঁদা ভোটা, নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেটের মত কার্টুন চরিত্ররা তাঁরই সৃষ্টি। এছাড়াও তাঁর বাহাদুর বিড়াল, ডানপিটে খাদু আর তার কেমিক্যাল দাদুর মতো কমিকসও পাঠক মনে করে নিয়েছে বিশেষ জায়গা। আর শুধু ছোটরাই নয়, বড়রাও তাঁর কার্টুনের মধ্যে দিয়ে বারেবারেই ফিরে যান নিজেদের ছোটবেলায়। ছবি ও লেখার মাধ্যমে দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে বাঙালিকে সাহিত্যের এক অমূল্য ভাণ্ডার উপহার দিয়েছেন তিনি।

সম্প্রতি পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকাতেও স্থান পেয়েছেন নারায়ণ দেবনাথ। পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন তিনি। এই বছর পদ্ম পুরস্কারের তলিকায় বাংলা থেকে যাঁদের নাম রয়েছে তাঁদের মধ্যে তিনি অন্যতম। এহেন ব্যক্তিত্বের অসুস্থতার খবরে উদ্বিগ্ন সাহিত্যমহল। দুশ্চিন্তার ভাঁজ তাঁর অনুরাগীদের কপালেও। বাংলা কমিকসের মহীরুহ নারায়ণ দেবনাথ দ্রুত সুস্থ হয়ে উঠুন, এখন শুধু এই প্রার্থনাই তাঁর পাঠকদের মনে।

Related Articles

Back to top button