টলিউডবিনোদন

অত্যন্ত সঙ্কটজনক! করোনায় আক্রান্ত তাপস পালের স্ত্রী নন্দিনী

Advertisement
Advertisement

ভারতে মহামারী হয়ে দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিদের একাংশ। সুস্মিতা সেন (Susmita sen) অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন। সলমন খান (salman khan) স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও মাঝে মাঝে সলমন কোভিড হাসপাতালে সশরীরে ভিজিট করছেন।

Advertisement
Advertisement

টলিউডে একের পর এক সেলিব্রিটি করোনায় আক্রান্ত হচ্ছেন। জিৎ (jeet), শুভশ্রী (subhasree ganguly), রুক্মিণী মৈত্র (Rukmini maitra), কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly), উজান গাঙ্গুলী (ujan ganguly), কৌশিক সেন (koushik sen), রেশমি সেন (Reshmi sen), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee), বাদ যাচ্ছেন না কেউই। এর মধ্যেই এল আরো একটি দুঃখজনক খবর। করোনায় আক্রান্ত হয়েছেন প্রয়াত অভিনেতা তাপস পাল (Tapas pal)-এর স্ত্রী নন্দিনী পাল (nandini pal)। বিখ্যাত সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি (sudipa chatterjee) এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বলেন, নন্দিনী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাপস ও নন্দিনীর একমাত্র কন্যা সোহিনী (sohini pal) একাই লড়াই করছেন মা-কে নিয়ে। এই মুহূর্তে নন্দিনীর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। সুদীপা লিখেছেন, তাঁদের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুদীপা।

Advertisement

তাপস পাল বহুদিন তৃণমূলের সাংসদ ছিলেন। 2014 সালে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী ছিলেন তাপস পাল। তবে নন্দিনী স্বতন্ত্র ভাবে তাঁর পরিচয় গড়ে তুলেছিলেন। বিভিন্ন চ্যানেলে কুকরি শো সঞ্চালনা করার পাশাপাশি ‘বিগ বস বাংলা’-য় অংশগ্রহণ করেছিলেন নন্দিনী। কিন্তু রোজভ‍্যালি মামলায় ক্ষতিগ্রস্ত হয় তাপস ও নন্দিনীর কেরিয়ার। গত বছর অসুস্থ হয়ে প্রয়াত হয়েছেন তাপস পাল। তারপর থেকে মুম্বইয়ে মেয়ে সোহিনীর কাছে থাকতেন নন্দিনী।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button