Today Trending Newsদেশনিউজ

ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি, লকডাউন জারি হতে পারে দেশের ১৫০ জেলায়

করোনার জন্য বর্তমানে বেশ কিছু রাজ্য লকডাউন এবং মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করার পরিকল্পনা নিয়েছে

Advertisement
Advertisement

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় এই দেশে ৩,৬০,৯৬০ জন করণা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৩,২০০ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা হতে পারে সারা ভারতে। ফলে চিন্তায় গোটা ভারত।

Advertisement
Advertisement

একটি সংবাদ মাধ্যম এর রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসের শৃংখল ভাঙ্গার জন্য একাধিক রাজ্য আংশিক লকডাউন ঘোষণা করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী মোটামুটি যেসব জেলায় ১৫ শতাংশের বেশি মানুষ করোনা পজিটিভ, সেখানে লকডাউন ডাকা হতে পারে। এই তালিকায় মোটামুটি ১৫০ টি জেলার নাম রয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম। তার পাশাপাশি এই লকডাউন নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠকে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানেই পরবর্তী ঘোষণা তৈরি করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

এছাড়াও রবিবার রাজ্য সরকার গুলিকে কেন্দ্র পরামর্শ দিয়েছে যে সব জায়গায় করোনা সংক্রমণ বেশি সেখানে কনটেইনমেন্ট জোন তৈরি করতে হবে। এছাড়াও লকডাউনের অত্যন্ত কড়া বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এছাড়াও, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে সমস্ত এলাকার হাসপাতালে মোটামুটি ৬০ শতাংশ রোগী আই সি ইউ তে রয়েছেন সেখানেও কনটেইনমেন্ট জোন এবং লকডাউন বিধি ঘোষণা করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button