ভোজপুরিবলিউডবিনোদন

Namrata Malla: বিকিনি লুকে ছাদে রিল বানালেন নম্রতা মাল্লা, নায়িকার এমন ভিডিও সামনে এসেছে

×
Advertisement

ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও। সম্প্রতি নিজের শেয়ার করে নেওয়া রিল ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় তিনি। বলাই বাহুল্য, অভিনেত্রীর সাম্প্রতিক লুক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা মিডিয়ামহলে।

Advertisements
Advertisement

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।

Advertisements

১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা। নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ। নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যাও চোখে পড়ার মতো।

Advertisements
Advertisement

অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক ঝলকে রঙিন ব্রা-লেটে দেখা গিয়েছে তাকে। এদিন নিজের পছন্দসই মিউজিকের সাথেই রিল বানিয়েছিলেন তিনি। নিজের ছাদেই বানিয়েছিলেন এই নাচের ভিডিও। নাচ তার কাছে শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতোই প্রয়োজনীয় সেকথা অবশ্য তার ভক্তমহলের কারোরই অজানা নয়। তিনি প্রায় নিজের এমন ধরনের একাধিক ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি তেমনি আরো এক ঝলক শেয়ার করে নিয়েই আবারো সকলের নজর কেড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার তাপমাত্রাও বাড়িয়েছেন অভিনেত্রী।

Related Articles

Back to top button