বিনোদনগরমা গরমভাইরাল & ভিডিও

Muskan Baby Dance: হোলি মিলন অনুষ্ঠানে নাচলেন মুসকান বেবি, আলোড়ন সৃষ্টি করল গ্রামে

Advertisement
Advertisement

রঙের উৎসব হোলির মজা একেবারে অন্যরকম হয়। চারিদিকে রঙে রঙে তৈরি হয় রঙিন পরিবেশ। খাওয়া দাওয়া , হই হুল্লোড় নাচ গান কিছুই বাকি থাকে না। হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ, হোলি মিলন উদযাপনের গ্রামীণ সংস্কৃতিতে নিজস্ব আকর্ষণ রয়েছে। অনেক শিল্পী এসে পরিবেশ আরও রাঙিয়ে দিয়ে যান।

Advertisement
Advertisement

এই বিশেষ দিনে রাগনি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে পুরো গ্রাম আনন্দে গা ভাসিয়ে দেয়। হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পী মুসকান বেবির এমনই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি হোলি মিলন অনুষ্ঠানে সবার মন জয় করার মতো নাচ করেছেন।

Advertisement

এই ভিডিওটি বছর খানেক আগের স্পেশাল রাগনি স্টুডিও শেয়ার করেছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা সালোয়ার স্যুটের ওপর কালো স্কার্ফ পরে রয়েছেন মুসকান বেবি। তিনি মঞ্চে রয়েছেন আর চারপাশে বসে আছেন গ্রামের প্রবীণ থেকে শুরু করে শিশু, কিশোর, তরুণীরা। ভিডিও দেখে স্পষ্ট সবাই খুব উপভোগ করছেন তাঁর নাচ।

Advertisement
Advertisement

মুসকান বেবি হরিয়ানভি হোলির লোকগীতি ‘রি আয়া হোলি কা উৎসব ম্যায়নে রং লা লেন দে’ তে নাচছেন। এ সময় তার প্রতিভা ও নাচের ভঙ্গি ছিল দেখার মতো। হোলির এই বিশেষ উপলক্ষে মুসকান বেবির এই নাচের ভিডিওটি সত্যিই ভক্তদের জন্য কোনো উপহারের চেয়ে কম নয়। এই নাচের ভিডিওটি একবার দেখলে আপনারও ভালো লাগবে নিশ্চই।

Advertisement

Related Articles

Back to top button