আন্তর্জাতিকনিউজ

আমেরিকায় বিপদ যেন পিছু ছাড়ছেই না, করোনার মধ্যে নতুন আতঙ্ক ভিমরুল!

Advertisement
Advertisement

নোভেল করোনা ভাইরাসের প্রকোপে জেরবার আমেরিকা। প্রতিনিয়ত মৃত্যু ও আক্রান্তের খবরে উদ্বেগ বাড়ছে সরকারের। আর নোভেল করোনা ভাইরাসের ভয়াবহ আকারের পর আবার নতুন আতঙ্ক আমেরিকায়। সূত্রের খবর, এশিয়ান জায়ান্ট হরনেটস (মার্ডার কিলার) নামের ভিমরুলের দেখা মিলেছে আমেরিকায়। ভিমরুলগুলি আকারে দুই ইঞ্চি থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ। এই বিশাল আকারের ভিমরুলের বাস পূর্ব এশিয়ায়। প্রধানত নাতিশীতোষ্ণ অঞ্চলে এই বিশেষ প্রজাতির বিষাক্ত ভিমরুল বাস করে।

Advertisement
Advertisement

প্রতিবছর এই ভিমরুলের কামড়ে প্রাণ হারান বেশ কিছু মানুষ। এছাড়া এই বিশেষ প্রজাতির বিষাক্ত ভিমরুল মৌমাছিকে নিজেদের বাচ্চাদের খাদ্য হিসেবে শিকার করে। এই ভিমরুল মানুষের শরীরে নিজেদের বিষাক্ত হুল ফোটালে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমেরিকায় একেই করোনা ভাইরাসে হিমসিম অবস্থা তাতে বিষাক্ত ভিমরুল যেন গোদের ওপর বিষফোঁড়ার মতন। আমেরিকার বিজ্ঞানীরা জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই ভিমরুলকে বিনাশ না করলে পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে তাঁরা।ma

Advertisement

এদিকে আমেরিকায় করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ১২ হাজারের কিছু বেশি ও মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯ হাজার ৯০০ জনের কিছু বেশি। করোনার প্রকোপে এমন সংকটজনক অবস্থায় এই বিষাক্ত ভিমরুল নতুন করে চিন্তায় ফেলেছে আমেরিকাকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button