ক্রিকেটখেলা

রানের পাহাড় গড়ল মুম্বাই, কলকাতাকে জিততে গেলে করতে হবে ১৯৬ রান

Advertisement
Advertisement

এই বছরের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জেতার জন্য 296 রান দরকার কেকেআর এর। আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠান কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। শুরুতেই ডি ককের উইকেট তুলে নেন শিবম মাভি। তারপর সূর্যকুমার যাদব এবং অধিনায়ক রোহিত শর্মা পরিস্থিতির সামাল দেন। তাদের দুজনের মধ্যে 90 রানের পার্টনারশিপ হয়।পরে রোহিত আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন।

Advertisement
Advertisement

ছ’টি বড় ছয়ের সহযোগে 80 রান করেন 54 বল খেলে। তাকে থামান শিবম মাভি। আজ দারুন বল করেছেন এই তরুণ। চার ওভার বল করে 32 রান দিয়ে তুলে নেন 2 টি বড় উইকেট। তার মধ্যে একটি মেডেন ওভারও ছিলো। তবে 15.5 কোটির প্যাট কামিন্স আজ উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। তিন ওভারে পঞ্চাশ রান দেন কামিন্স। তবে রাসেল ও মাভির বোলিং এর জন্য এই ব্যর্থতা অনেকটা ঢাকা পড়ে।

Advertisement

রাসেল দু’ওভার বল করে মাত্র 17 রান দেন এবং তুলে নেন হার্দিক পান্ডেয়ার উইকেট। শেষ পর্যন্ত পোলার্ড ও ক্রুনাল ব্যাট করে মুম্বাইকে 195 রান পর্যন্ত নিয়ে যান। এখন দেখার কলকাতা এই লক্ষে পৌঁছাতে পারে কি না।

Advertisement
Advertisement

সংক্ষিপ্ত স্কোর: মুম্বাই ইন্ডিয়ান্স 195/5
‌রোহিত শর্মা 80(54), সূর্যকুমার যাদব 47(28)
‌শিবম মাভি 3-1-32-2, আন্দ্রে রাসেল 2-0-17-1

Advertisement

Related Articles

Back to top button