বলিউডবিনোদন

Mouni Roy: ব্রা লুকে চুড়ান্ত বোল্ড মৌনি রায়, এমন পোজ দেখে ভক্তরা নিয়ন্ত্রনহীন হয়ে পরলেন

×
Advertisement

২০২২’এর শুরুতেই নিজের দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে গোয়াতে সাত পাকে বাঁধা পড়েছিলেন মৌনি রায়। ঘটা করে সেরে এসেছেন মধুচন্দ্রিমাও। তবে বিয়ের পর স্বল্পসময়ের একটি বিরতি নিলেও খুব শীঘ্রই কাজে ফিরে এসেছিলেন তিনি। গতবছরই তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। সেই প্রসঙ্গেই বেশ কয়েকমাস ধরে নেটদুনিয়ায় চর্চিত হচ্ছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। রইল ঝলক।

Advertisements
Advertisement

Advertisements

সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে বিকিনি লুকে দেখা গিয়েছে বোল্ড ফটোশুটে। কোমরে কালো রঙের ওড়নাও বেঁধেছিলেন তিনি। নিয়েছিলেন নুড মেকাপও। পরেছিলেন ভারী অক্সিডাইজের মানানসই গয়না। স্মোকি আই মেকাপে ফ্লন্ট করেছিলেন টোনড্ বডিও। চুল বেঁধেছিলেন একটু অন্যভাবেই। বলাই বাহুল্য, তার এই সাম্প্রতিক হট লুক রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তাপমাত্রা বাড়িয়েছে তার ভক্তদের মনেরও। রাতের ঘুম উড়িয়েছে একাংশের। আপাতত তার এই লুকই তাকে নিয়ে এসেছে তুমুল চর্চায়। বলাই যায়, এমন ধরনের বোল্ড ফটোশুটে প্রায়ই অংশ নিয়ে থাকেন তিনি। সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Advertisements
Advertisement

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। প্রায়ই নিজের ছবি কিংবা ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। পরিবার ও ঘনিষ্ঠমহলের সাথে কাটানো মুহূর্তের ঝলকও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নেন অনুরাগীদের সাথে। খুব স্বাভাবিকভাবেই যার একটিও নজর এড়ায় না নেটনাগরিকদের। এবারেও অন্যথা ঘটেনি তার। আবারো বোল্ড লুকে নেটজনতার অধিকাংশের নজর টেনেছেন তিনি। চর্চার আলোও নিয়ে এসেছেন নিজের দিকে। তার চোখে মুখে আবেদনের ও বোল্ডনেসের ছাপ ছিল স্পষ্ট। আপাতত অভিনেত্রীকে এই লুকে দেখার পর থেকে চোখ সরছে না অধিকাংশেরই।

Related Articles

Back to top button