ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

১৫০ টাকা বিনিয়োগ করে অবসরে পান ১ কোটি টাকা, জানুন সরকারের এই দারুন প্রকল্প সমন্ধে

সরকারের তরফে ইতিমধ্যেই নানা রকমের বিনিয়োগের স্কিম নিয়ে আসা হয়েছে

Advertisement
Advertisement

আপনার যদি টাকা রোজগার করতে হয় তাহলে আগে আপনার টাকার দরকার হবে। কিন্তু তার থেকেই বেশি জানা দরকার যে কোথায় আপনি টাকা ইনভেস্ট করবেন সেটা। টাকা বিনিয়োগের ভালো জায়গা খুঁজে বের করা সকলের পক্ষে সহজ কাজ না। আপনারা সবসময় এমন কোনো একটি মাধ্যমের খোঁজ করে থাকেন, যা আপনাকে দারুন রিটার্ন দেবে তাও আবার ন্যুনতম বিনিয়োগে। এই বিষয়টাকে আরো সহজ করে তোলার জন্য ভারত সরকার তাদের নিবাসীদের জন্য নিয়ে এসেছে কিছু বিশেষ পেনশন স্কিম, যার মাধ্যমে আপনি সহজেই নিজের উপার্জনকে সহজে বিনিয়োগ করতে পারবেন এবং পাবেন দারুন রিটার্ন।

Advertisement
Advertisement

এইরকম একটি দারুন বিনিয়োগের জায়গা হলো ন্যাশনাল পেনশন স্কিম, যেখানে আপনি খুব সহজে একটি ন্যূনতম বিনিয়োগের মাধ্যমে একটা মত টাকা রোজগার করতে পারেন। প্রতিদিন যদি আপনি ১৫০ টাকা করে বিনিয়োগ করেন তাহলেই কিন্তু আপনি নিজের বৃদ্ধাবস্থার সাহারা করতে পারবেন। আপনার অবসরের সময় আপনি পুরো ১ কোটি টাকা পেয়ে যাবেন এই বিনিয়োগের রিটার্ন হিসাবে। মার্কেট লিংকড বিনিয়োগ হলেও এটি আপনার প্রয়োজনকে খুব ভালোভাবে মিটিয়ে নিতে পারবেন।

Advertisement

NPS একটি মার্কেট লিঙ্কড বিনিয়োগের স্কিম, যেখানে আপনার বিনিয়োগ করা টাকা দুই জায়গায় বিনিয়োগ করা হয়। একটি হলো শেয়ার মার্কেট এবং দ্বিতীয় হলো সরকারি বন্ড। প্রায় ৭৫ শতাংশ টাকা আপনার ইকুইটি শেয়ারে বিনিয়োগ করা হয়ে থাকে। বাকি টাকা বন্ডে দেওয়া হয়। আপনাকে জানিয়ে রাখি, এই ধরনের অ্যাকাউন্টে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে কিন্তু দারুন রিটার্ন আপনি আশা করতেই পারেন। EPF বা PPF এর থেকে কিছুটা বেশি রিটার্ন আপনি পাচ্ছেন।

Advertisement
Advertisement

মনে করুন আপনার বয়স ২৫ বছর এবং আপনি প্রতিমাসে ৪৫০০ টাকা করে বিনিয়োগ করছেন। অর্থাৎ ১৫০ টাকা করে প্রতিদিন আপনি করছেন বিনিয়োগ। ৬০ বছর পরে আপনি অবসর নেবেন। অর্থাৎ আপনি ৩৫ বছরের জন্য বিনিয়োগ করছেন। এবারে মনে করুন আপনি ৮ শতাংশ করে রিটার্ন পাচ্ছেন। অর্থাৎ এবারে আপনার হাতে থাকছে প্রায় ১ কোটি টাকা মত যা আপনি অবসরের সময় পাবেন। আপনার কর বাঁচবে ৫.৬৭ লক্ষ টাকা। পাশাপশি, আপনি সারা মাসে ২৭,০০০ টাকা মত পাচ্ছেন পেনশন।

Advertisement

Related Articles

Back to top button