নিউজদেশ

MONSOON UPDATE: আগামী তিনদিন চলবে ব্যাপক বৃষ্টি, আবহাওয়ার তোলপাড় এইসব জায়গায়, জানুন আবহাওয়ার আপডেট

আগামী তিনদিন ভারতের বেশকিছু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Advertisement
Advertisement

আর কয়েক দিনের মধ্যেই কমে যাবে বর্ষার বৃষ্টি। উত্তর ভারতের রাজধানী দিল্লি এবং আশেপাশের এলাকায় গভীর রাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে ভোরবেলা আকাশ মেঘলা থাকতে পারে। বেশ কিছু রাজ্যে বৃষ্টির কারণে প্রচন্ড গরম থেকে স্বস্তি পেয়েছেন মানুষ। অন্যদিকে দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টি জনজীবনকে যেন একেবারে দুর্বিষহ করে তুলেছে। প্রতিদিন রাত্রে এখানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একেবারে জলে ভরে যাওয়ায় প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর দেশের অনেক জায়গায় বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

Advertisement
Advertisement

আইএমডি জানিয়েছে দেশের অনেক এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। আগামী তিনদিন দেশে বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ দক্ষিণ ভারত এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিম্নচাপ হতে পারে ও দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মধ্যবর্তী অঞ্চলে। এর প্রভাবের কারণে উড়িষ্যায় বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় বজ্রপাতের কারণে মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Advertisement

আইএমডি জানিয়েছে ৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৮ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আসাম এবং মেঘালয় এই দুটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতে ৭ থেকে ৯ সেপ্টেম্বর এর মধ্যে বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে। নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button