ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বৈঠকে মোদী-নির্মলা, দেশের অর্থনীতি নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে কেন্দ্র সরকার

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে জারি আছে লকডাউন। আর এই লকডাউনের ফলে দেশের অর্থনীতি নেমেছে তলানিতে। বিশ্বজুড়ে চলা আর্থিক মন্দার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও। এই অবস্থায় অর্থনীতির অবস্থা পর্যালোচনা করতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। লকডাউনের ফলে বন্ধ দেশের সমস্ত কলকারখানা, ব্যবসা বাণিজ্য। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে দেশের অর্থনীতির উপর। এই অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই নিয়েই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন অর্থমন্ত্রী।

Advertisement
Advertisement

করোনা সংক্রমণ ঠেকানোর জন্য লকডাউন বাড়ানো হয়েছে ৩ মে পর্যন্ত। যদিও কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, ২০ এপ্রিলের পর থেকে করোনা হটস্পট গুলি ছাড়া বাকি এলাকাগুলিতে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তার মধ্যে আছে আইটি, ই-কমার্স ও আন্তঃরাষ্ট্রীয় পরিবহণ সহ কৃষি, নির্দিষ্ট কিছু শিল্প, নির্মাণ শিল্প, ডিজিটাল অর্থনীতি। তবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই সমস্ত ক্ষেত্রে পুনরায় কাজ করা যাবে।

Advertisement

গত মাসেই কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য ১.৭০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিল। যেখানে তিনমাস দেশের সাধারণ মানুষকে খাদ্যশস্য এবং রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা করা হয়েছিল। দেশের বর্তমান এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে অর্থমন্ত্রী নতুন কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button