দেশনিউজ

PM কিষাণেরা এই স্কিম থেকে বাম্পার সুবিধা পান, জানুন আপনাকে কী করতে হবে

Advertisement
Advertisement

কৃষকদের ঋণ পাওয়া সহজ করতে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ জন্য সরকার কেসিসিও চালু করেছে। এ ছাড়া গত বছর কিষাণ রেশন পোর্টাল চালু করেছে অর্থমন্ত্রক। কৃষকের তথ্য এই পোর্টালে পাওয়া যায়। কৃষকরা কিষাণ ঋণ পোর্টালে তাদের আধার কার্ড দিয়ে নিবন্ধন করতে পারেন। আসলে কৃষকদের তথ্য এই পোর্টালে পাওয়া যায়। যদি কোনও কৃষক এখনও এই পোর্টালে নথিভুক্ত না হয়ে থাকেন, তবে তিনি সহজেই আধার কার্ডের সাহায্যে নিবন্ধন করতে পারবেন। যে কৃষকরা কেসিসির মাধ্যমে ঋণ নিয়েছেন। তাদের তথ্য সহজেই পাওয়া যাবে এই পোর্টালে। দেশের অনেক কৃষক কেসিসির মাধ্যমে ঋণ নিয়ে কৃষিকাজ করেন।

Advertisement
Advertisement

আগে কেসিসি-র সুবিধাভোগী যাচাইকরণ ম্যানুয়াল ছিল। কিন্তু এখন কিষাণ ঋণ পোর্টালের মাধ্যমে কৃষকদের ঋণের উপর নজরদারি খুব সহজ হয়েছে। অনেক ব্যাংকের অভিযোগ, কৃষকরা সময়মতো ঋণ পরিশোধ করেন না। এমন পরিস্থিতিতে এই সমস্যা দূর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকদের সমস্ত তথ্য কিষাণ ঋণ পোর্টালে রয়েছে। এ অবস্থায় কৃষকরা সহজেই কেসিসির মাধ্যমে ঋণ নিতে পারবেন।

Advertisement

Advertisement
Advertisement

পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী সম্পর্কে তথ্য এই পোর্টালে পাওয়া যাবে। যদি কোনও কৃষক ঋণ নেন এবং সময়ের আগে তা পরিশোধ করেন, তবে সরকার তাদের অতিরিক্ত সুবিধা দেবে। এ ছাড়া কেসিসি কার্ডে কম সুদে সহজেই ঋণ পেয়ে থাকেন কৃষকরা।

Advertisement

Related Articles

Back to top button