দেশনিউজ

3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ 5% সুদে পাওয়া যাবে, মোদী সরকার দুর্দান্ত প্রকল্প চালু করেছে

কেন্দ্রীয় সরকার ১৩,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে এই প্রকল্পের জন্য

Advertisement
Advertisement

সরকার ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার ভারতের সাধারণ মানুষের জন্য নানারকম নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে। গত বছরের স্বাধীনতা দিবসের বিশেষ দিনে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি পিএম বিশ্বকর্মা যোজনার কথা ঘোষণা করেছিলেন। আসলে দেশের কারিগরদের জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সম্মান যোজনা শুরু করা হয়েছে। এই স্কিমটি ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর চালু করা হয়েছিল।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারের nএই প্রকল্পের অধীনে এবং প্রশিক্ষণের সময় প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের প্রতিদিন দেওয়া হবে ৫০০ টাকা। প্রায় ১৪০ টি জাতিকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় কেন্দ্রীয় সরকার ১৩,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পের অধীনে আধুনিক প্রযুক্তি, সবুজ প্রযুক্তি, ব্র্যান্ড প্রচার, স্থানীয় এবং বিশ্ব বাজারের সংযোগ, ডিজিটাল অর্থপ্রদান এবং সামাজিক সুরক্ষা সম্পর্কে তথ্য প্রদানের জন্য নতুন উদ্যোগ নেওয়া হবে। ঐতিহ্যবাহী কারিগরদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য এই উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়াও এই প্রকল্পে রয়েছে লোন সুবিধা। এখানে ৩ লাখ টাকার লোন মাত্র ৫% সুদে পাওয়া যাবে। এতে প্রথমে ১ লাখ টাকা ও পরবর্তীতে বাকি ২ লাখ টাকা লোন হিসাবে পাওয়া যাবে। যেসব সুবিধাভোগী প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তারা ১ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তার প্রথম কিস্তি পাওয়ার যোগ্য হবেন। দ্বিতীয় ঋণের কিস্তি সেই সুবিধাভোগীদের জন্য উপলব্ধ হবে।

Advertisement

এটি ১৮ টি পেশার মানুষ পাবেন। এতে ছুতোর, নৌকা প্রস্তুতকারক, অস্ত্র প্রস্তুতকারক, কামার, হাতুড়ি এবং টুল কিট প্রস্তুতকারক, তালা প্রস্তুতকারক, স্বর্ণকার, কুমোর, ভাস্কর (ভাস্কর, পাথর খোদাইকারী), পাথর ভাঙার কারিগর, মুচি/জুতা কারিগর, ঝুড়ি/মধুর কারিগর, ঝাড়ু প্রস্তুতকারক/কয়ার তাঁতি, পুতুল এবং খেলনা প্রস্তুতকারক (ঐতিহ্যগত), নাপিত, মালা প্রস্তুতকারক, ধোপা, দর্জি এবং কারিগর এবং মাছ ধরার জাল তৈরিতে নিয়োজিত কারিগররা অন্তর্ভুক্ত। এতে আবেদন করার জন্য ভারতের নাগরিক হতে হবে। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া আবেদন করার জন্য আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবই, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মোবাইল নম্বর ও পাসপোর্ট সাইজ ছবি লাগবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button