Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

৩০ মার্চ নন্দীগ্রামে শুভেন্দুর হয়ে প্রচার করবেন মিঠুন চক্রবর্তী

টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত রোড শোতে মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকবেন

Advertisement
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য জেলায় জেলায় জনসভা করছে। বিজেপি বারংবার তাদের কেন্দ্রীয় নেতাদের বাংলায় এনে নির্বাচনী প্রচারে ঝড় তুলছে। আর কিছুদিন বাদেই শুরু হয়ে যাবে প্রথম দফার বিধানসভা নির্বাচন। এরইমধ্যে প্রচারে ঝড় তুলতে গিয়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে উঠেছে। ভোট যুদ্ধের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। এই মুহূর্তে অভিযোগ ও পাল্টা অভিযোগের লড়াইয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি।

Advertisement
Advertisement

কিছুদিন আগে বিজেপি ব্রিগেড সমাবেশে গেরুয়া শিবিরে যোগদান করেছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তখন থেকেই জল্পনা উঠেছে মিঠুন চক্রবর্তী বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু এই বিষয়ে দলের তরফ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু মিঠুন চক্রবর্তীকে বিজেপি দলে যে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এবার নন্দীগ্রামে ৩০ মার্চ শুভেন্দুর রোড শোয়ে ঝড় তুলতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “৩০ মার্চ টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত রোড শো হবে। আর তাতে উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী। তিনি উপস্থিত থাকে বিজেপির হয়ে প্রচারে ঝড় তুলবেন। স্লোগান হবে, বিজেপি জিতবে, বিজেপি জিতবে, মমতা হারবে।” এছাড়াও এদিন নন্দীগ্রামের রেয়াপাড়ায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বঙ্গ রাজনীতিতে ব্যাপক জল্পনা চলছে যে মিঠুন চক্রবর্তী আদেও কি বিজেপি পদপ্রার্থী হবে? এখনো অব্দি বিজেপি তাদের যতগুলি তালিকা প্রকাশ করেছে তাতে নেই মিঠুন চক্রবর্তীর নাম। কিন্তু জানা যাচ্ছে রাজ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় অশান্তির পর বিজেপি তাদের আরো কয়েকটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করবে। আর তাতে হয়তো থাকতে পারে মিঠুন চক্রবর্তীর নাম। আসলে দুদিন আগেই জল্পনা বাড়িয়ে মিঠুন চক্রবর্তী কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রে নিজের বোনের বাড়ির ঠিকানাতে ভোটার হয়েছেন।বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে গেলে রাজ্যে ভোটার হওয়া আবশ্যিক। এই শর্ত পূরণের পর স্বাভাবিকভাবেই মনে হয়েছে যে মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী পদ পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button