টেক বার্তা

রিলায়েন্স জিও-র সঙ্গে মেগা চুক্তি সিলভার লেকের, জানুন চুক্তি সম্বন্ধে

Advertisement
Advertisement

কিছুদিন আগেই ফেসবুক ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে রিলায়েন্স জিওর ৯.৯ শতাংশ শেয়ার কিনেছিল। এবার আমেরিকার আর এক সংস্থা, বেসরকারি ইকুইটি ফার্ম সিলভার লেক পার্টনার্স (SLP) জিও-তে ৫৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগের সিধান্ত নিলো। এদিন টুইট করে এই খবর জানিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি। টুইটে তিনি বলেন, “বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সিলভার লেক পার্টনার্স (SLP) এর সুনাম আছে। SLP এর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিজিটাল ভারত গড়ার দিকে জিও আরও এগিয়ে যাবে।

Advertisement
Advertisement

SLP জিও’র ১.১৫ শতাংশ শেয়ার কিনেছে। প্রসঙ্গত, SLP ই পৃথিবীর বৃহত্তম প্রযুক্তি বিনিয়োগ সংস্থা। কয়েকদিন আগেই ফেসবুকের পর এবার SLP এর জিওতে বিনিয়োগ বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জিও এর আগে আলিবাবা, ডেল, টুইটার সহ একাধিক বড় সংস্থায় বিনিয়োগ করেছে SLP. এই চুক্তির প্রধান বিশেষত্ব গুলো দেখে নিন-

Advertisement

১. ৫৬৫৫.৭৫ কোটি টাকার এই চুক্তিতে SLP জিওর মোট মার্কেট ভ্যালুর ১.১৫%।

Advertisement
Advertisement

২. SLP এর এটাই ভারতে সবচেয়ে বড় বিনিয়োগ। এই চুক্তি আরও একবার জিওর মার্কেট ভ্যালু প্রমাণিত করলো। এই লকডাউনের মাঝেও এতবড় চুক্তি হলো জিওর সাথে।

৩. এই মুহূর্তে ইকুইটি ভ্যালুতে SLP এর এই বিনিয়োগ রিলায়েন্সের মোট মার্কেট ক্যাপের ৫২%।

৪. করোনা মুখটা হওয়ার পর ভারতে শুরু হবে এক নতুন ডিজিটাইজেশনের যুগ। সেখানে AI, Blockchain, AR/VR এবং বিশাল পরিমাণ ডেটার ব্যবহার লক্ষ্য করা যাবে। যেখানে জিওই সবার আগে থাকবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button