নিউজদেশ

ভবিষ্যৎ অনিশ্চিত তাই দেশের মেডিকেল কলেজে পড়ার ব্যবস্থা করা হোক, আবারো অনশনে ইউক্রেন ফেরত পড়ুয়ারা

দিল্লিতে অনশনে বসেছে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা

Advertisement
Advertisement

যুদ্ধের কারণে মাঝ পথে ডাক্তারি পড়া থামিয়ে দিয়েই দেশে ফিরতে হয়েছে পড়ুয়াদের। ভবিষ্যৎ নিয়ে তাই চরম উদ্বেগে রয়েছে ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা। তাদের দাবি, দেশের মেডিকেল কলেজে অবশিষ্ট ডাক্তারি পাঠক্রম শেষ করার ব্যবস্থা করুক সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন ডাক্তারি পড়ুয়ারা।

Advertisement
Advertisement

নিজেদের দাবি নিয়ে দিল্লি রামলীলা ময়দানে ৫ দিন ধরে অনশন কর্মসূচি শুরু করেছেন এই ডাক্তারি পড়ুয়ারা। ২২ থেকে ২৭ শে জুলাই চলবে তাদের অনশন। পড়ুয়াদের সঙ্গে তাদের অভিভাবকরা অনশনে রয়েছেন বলে খবর। ইউক্রেনের ডাক্তারি কলেজে তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আকিল রাজা দাবি করলেন, ‘কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি ভারতেই আমাদের পড়ার ব্যবস্থা করা হোক। সরকারের উচিত আমাদের সাহায্য করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে আমাদের অনেক প্রত্যাশা।’

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, গতমাসে এই দেশের মেডিকেল কলেজে ভর্তি হবার দাবি নিয়ে দিল্লির যন্ত্র মন্তর প্রাঙ্গণে বিক্ষোভে বসেছিলেন বেশ কয়েকজন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়া। তাদের অভিভাবকদের সংগঠন পেরেন্টস অ্যাসোসিয়েশন অফ ইউক্রেন এমবিবিএস স্টুডেন্টস বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে বিষয়টি নিয়ে আগেও চিঠি লেখা হয়েছে। তবে তা বিফলে গিয়েছে বলে অভিযোগ। এই কারণেই এবার অনশনে বসতে হয়েছে পড়ুয়াদের।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button