টেক বার্তা

৫.৫ লক্ষ টাকার এই গাড়িটি তোলপাড় করছে, Swift-Baleno গাড়িকে সরিয়ে এক নম্বরে এই গাড়ি

২০২৩ সালের প্রথমার্ধের রিপোর্ট অনুযায়ী ভারতের বাজারে সবথেকে জনপ্রিয় গাড়ি হয়ে উঠেছে মারুতি সুজুকি WagonR

Advertisement
Advertisement

ভারতের বাজারে প্রতিমাসে লক্ষ লক্ষ গাড়ি বিক্রি হয় এবং মাঝেমধ্যে নতুন নতুন গাড়ি ভারতে লঞ্চ হয়। ভারতে যেহেতু গাড়ি বিক্রির পরিমাণ অন্যান্য দেশের তুলনায় একটু কম, তাই বিক্রেতারা সাধারণত একটু কম দামের গাড়ি তৈরি করার ক্ষেত্রে বেশি মনোনিবেশ করেন। একটু সস্তা দামের গাড়ি ভারতে বেশি বিক্রি হয়। এসইউভি গাড়ির চাহিদা এই মুহূর্তে কিছুটা বৃদ্ধি পেলেও বর্তমানে মারুতি সুজুকি কোম্পানির হ্যাচ ব্যাক গাড়ির চাহিদা সব থেকে বেশি। ২০২৩ সাল থেকে এখনো পর্যন্ত প্রায় সাত মাস কেটে দিয়েছে এবং আজ আমরা আপনাদের জন্য প্রথম ছয় মাসের গাড়ির বিক্রির একটা পরিসংখ্যান নিয়ে এসেছি। এই তালিকায় ৫.৫ লক্ষ টাকার একটি জনপ্রিয় গাড়ি রয়েছে যা মারুতি সুজুকি সুইফট এবং মারুতি বালেনো সহ অন্যান্য গাড়িকে হারিয়ে এক নম্বরে চলে গিয়েছে। ছয় মাসে এই গাড়ির এক লক্ষেরও বেশি ইউনিট কিনেছেন মানুষ। ২০২৩ সালের প্রথমার্ধ থেকেই এই গাড়ির বিক্রি ছিল সবথেকে বেশি। আর এই গাড়িটি হল maruti suzuki কোম্পানির সবথেকে জনপ্রিয় গাড়ি WagonR।

Advertisement
Advertisement

বিগত ছয় মাসে এই গাড়ির মোট ১,০৯,২৭৮টি ইউনিট বিক্রি হয়েছে যেখানে ২০২২ সালের প্রথমার্ধে বিক্রি হয়েছে ১,১৩,৪০৭ ইউনিট। এই গাড়ি বিক্রি ৬% কমলেও এখনো ভারতের অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়ির বিক্রি অনেকটা বেশি। তালিকায় ২ নম্বরে রয়েছে মারুতি সুজুকি সুইফট। এই গাড়িটির বিক্রি যদিও আগের তুলনায় কিছুটা বেড়েছে। ২০২৩ সালের প্রথমার্ধে এই গাড়িটির বিক্রি ১৪.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,০৪,৪৬৫ ইউনিট হয়েছে।

Advertisement

তালিকায় এর পরের স্থানে রয়েছে মারুতি সুজুকি বলেনো। এই গাড়িটির বিক্রি বার্ষিক ৩৭.৩৪ শতাংশ বেড়েছে এবং এই মুহূর্তে ২০২৩ সালের প্রথমার্ধে এই গাড়িটির ১,০০,১০৭ ইউনিট বিক্রি হয়েছে। ২০২৩ সালের প্রথমার্ধে এই তিনটি গাড়ির এক লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে। তালিকায় এর পরের স্থানে রয়েছে টাটা নেক্সন। গত বছরের একই সময়ে এই গাড়িটির ৮২,৭৭০ টি ইউনিট বিক্রি হয়েছিল। তবে এ বছরে ২০২৩ সালের প্রথমার্ধে এই গাড়ির ৮৭,৫০১টি ইউনিট বিক্রি হয়েছে। তালিকায় ৫ নম্বরে রয়েছে হুন্ডাই কোম্পানির সবথেকে জনপ্রিয় গাড়ি হুণ্ডাই Creta। এই গাড়িটির বিক্রি বার্ষিক ২২.৪৬ শতাংশ বৃদ্ধির সাথে দাঁড়িয়েছে ৮২,৫৬৬ ইউনিটে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button