পলিটিক্সনিউজরাজ্য

দার্জিলিঙে মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী, মাঝে রাজ্যপাল, রাষ্ট্রপতি ভোট নিয়ে হলো কথা?

জিটিএ শপথগ্রহন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বর্তমানে দার্জিলিং-এ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement
Advertisement

দার্জিলিঙে দেখা হল বাংলা এবং অসমের দুই মুখ্যমন্ত্রীর। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একসাথে এক মঞ্চে। আর তাদের দুজনের মধ্যস্থতাকারী যিনি তিনি হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। তার আমন্ত্রণেই আজ দার্জিলিংয়ের রাজভবনে এসেছেন দুই মুখ্যমন্ত্রী। এমন সাক্ষাৎ যে হতে পারে তার সম্ভাবনা সকাল থেকেই দেখা গেলেও, দুজনের কেউই এই সাক্ষাৎকার থেকে সরে আসেননি। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই মুহূর্তে দার্জিলিং এ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই জায়গায় রয়েছেন এই মুহূর্তে রাজ্যপাল। তারপরেই জানা যায় শৈল শহরে পাশের রাজ্য অসমের মুখ্যমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের আমন্ত্রণে।

Advertisement
Advertisement

প্রথমদিকে মনে হয়েছিল বিজেপির তরফ থেকে দূত হয়ে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীকে সমর্থনের বার্তা নিয়ে মমতার সঙ্গে দেখা করতে আসবেন হিমন্ত বিশ্বাস শর্মা। কিন্তু আড়াই ঘন্টা শেষ সাক্ষাৎকারের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিয়েছেন রাজনীতি নিয়ে কোন কথা হয়নি বরং গোটাটা ছিল সৌজন্যমূলক সাক্ষাৎকার। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব এক সাথে হয়েছে না তার মধ্যে রাজনীতির কথা হবে না এটা হতেই পারে না। যদি কোন একটা জায়গায় ধোঁয়া থাকে তাহলে সেখানে আগুন থাকার সম্ভাবনা সব থেকে বেশি। আড়াই ঘণ্টা ধরে আলোচনা হয়ে থাকলে তাতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে একবারে কথাই হয়নি এটা হতে পারে না। যদিও আনুষ্ঠানিকভাবে এর সত্যতা এখনো পর্যন্ত স্বীকার করা হয়নি।

Advertisement

দ্রৌপদীর জয় নিয়ে গেরুয়া শিবির অনেকটাই স্বস্তিতে থাকলেও বিজেপি চাইছে একেবারে রেকর্ড ভোটে জয়লাভ করতে। এই কারণেই বিরোধী শিবিরের অনেক দলকে কাছে টানার উদ্যোগ নিয়েছে বিজেপি। বাংলাতে তৃণমূলের সমস্ত সাংসদ এবং বিধায়ক কে চিঠি পাঠিয়েছে বিজেপি। কলকাতা এসে দ্রৌপদীর সঙ্গে যদিও তৃণমূলের কারো দেখা হয়নি কিন্তু তবুও এরপরেও নাকি বিজেপির তৃণমূলের কাছ থেকে দ্রৌপদীর জন্য সমর্থন চাইতেই পারে। এমনকি জল্পনা তৈরি হয়েছে, দার্জিলিঙে রাজ্যপালের উপস্থিতিতে এই নিয়ে এই কথা হয়েছে মমতা এবং হিমন্ত বিশ্ব শর্মার।

Advertisement
Advertisement

যদিও শুধুমাত্র যে রাজ্যপালের আমন্ত্রণেই হিমন্ত পাহাড়ে যাচ্ছেন সেটা আগেই বুধবারে টুইট করে জানিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। এরপরে রাজভবনে গেলে সে কথাও টুইট করে জানিয়েছেন তিনি। এরপর মমতা যখন রাজভবনে যার সেই সময়ের ভিডিও টুইট করেছেন রাজ্যপাল নিজেই। এই ভিডিওতে দেখা যাচ্ছে ধনখর এবং হিমন্তকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। মোটামুটি আড়াই ঘন্টা মত কথা হয় বলে জানা যাচ্ছে। সাক্ষাৎকার থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সামান্য একটু চা আর একটু বিস্কুট খেলাম। রাজনীতির কোন আলোচনা হয়নি। এটা একেবারে সৌজন্যমূলক সাক্ষাৎ।” রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি কোন আলোচনা হলো? এই প্রশ্নের জবাবে মমতা বলেছেন, কোন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। তিনি কামাখ্যায় গেলে কিভাবে হিমন্ত তাকে সাহায্য করেছেন, সে কথাও উল্লেখ করলেন মমতা। সেই সঙ্গেই তিনি বললেন, “আজকে উনি আমায় অসমের উত্তরীয় দিয়েছেন, আর আমিও ওনাকে বাংলার উত্তরীয় দিলাম।”

Advertisement

Related Articles

Back to top button