নিউজপলিটিক্সরাজ্য

হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি বামঃ শুভেন্দুর পাল্টা স্লোগান মমতার 

নেতা তৈরি হয় তাদের কাজের মাধ্যমে", নেতা কর্মীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)

Advertisement
Advertisement

ভোটের বাংলায় চরমে স্লোগানে- স্লোগানে টক্কর। ‘হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি এবার ঘরে ঘরে’- শাসক শিবির থেকে গেরুয়া শিবিরে যোগদানের পরে এই স্লোগান সামনে আনেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যা এখন বিজেপির অন্যতম জনপ্রিয় স্লোগান। কৃষ্ণ নামেই একবার পাল্টা স্লোগান দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর তাতে কেবল বিজেপিকে নয়, রাজ্যের বাম শিবিরকেও বাংলা থেকে বিদায় জানানোর ডাক দেন তিনি।

Advertisement
Advertisement

সোমবার হুগলির পুরশুড়া সভায় গেরুয়া শিবির তথা বিজেপি এবং বিরোধীদের আক্রমণ করে নতুন স্লোগানের কথা ও সুর বেঁধে দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের তুলোধনা করে এইদিন তিনি বলেন,”অনেক সময় মা বোনেরা হরে কৃষ্ণ হরে রাম গান করেন। আমি বলি হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি বাম।” এর পরেই শুভেন্দুর স্লোগানকে নিজের দলের নাম বসিয়ে নতুন করে সাজিয়ে বলেন,’হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে।”

Advertisement

এই দিনের সভা বুথকর্মীদের উৎসর্গ করেন তৃণমূল সুপ্রিমো। তার বক্তব্য,”বুথকর্মীরাই দলের সম্পদ। তাঁরাই ইলেকশনটা করে। তাঁরাই প্রতিদিন তর্ক করে। ঝড়ে–জলে বক্তৃতা দেয়, ঘুরে বেড়ায়। ভোটার তালিকার কাজ করে। সারা বছর দলের জন্য কাজ করে। তাই আজ এই জনসভা আমি বুথকর্মীদের উৎসর্গ করলাম। তাঁরা ভাল থাকলে আমরা ভাল থাকব। তাঁরা ভাল না থাকলে আমরা কেউ ভাল থাকব না।”

Advertisement
Advertisement

এর সাথে এই দিন তৃণমূল নেতাদেরও কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য,”মনে রাখবেন, নেতা তোইরি হয় তার কাজের মাধ্যমে। গাছ থেকে কখনও নেতা তৈরি হয়না। এই কথা স্বামী বিবেকানন্দ, নেতাজি বলেছেন। তৃণমূল ঘরে ঘরে মানুষের কাজ করবে। যদি কেউ কোনও ভুলভ্রান্তি করে দল তাকে শাসন করবে। এই দল কাউকেই রেয়াত করেনা।”

Advertisement

Related Articles

Back to top button