কলকাতানিউজ

জাগো বাংলার শারদ সংখ্যায় অশুভের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী

Advertisement
Advertisement

কলকাতা: পুজো আসতে আর মাত্র সাতদিন বাকি। করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা উদ্বেগজনক, টার মধ্যেই প্রত্যেকটি রাজ্য নিজ নিজ উৎসবে মেতে উঠতে চলেছে। দীর্ঘ কঠিন পরিস্থিতি এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। তবুও তার মধ্যে একটু স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে। আর এরই মধ্যে মা দুর্গার আগমন রাজ্যবাসীকে কিছুটা চিন্তামুক্ত করছে। এ বছর সকলের বোধ হয় একটাই প্রার্থনা, মা যেন এসে করোনামুক্ত করে যায় এই পৃথিবীকে। আর এবার করোনা আবহে অশুভের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘অশুভকে আমরা হারাবই’, জাগো বাংলা-র শারদীয়াতে এমনটাই লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

সোমবার তৃণমূলের পত্রিকার শারদীয়া সংখ্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে নিজে এক লেখনীতে তিনি যেমন তুলে ধরেছেন করোনা আবহাওয়ার কথা, তেমনই শারদীয়া সংখ্যায় তার লেখার পরতে পরতে রয়েছে দুঃখের কথাও।বিজেপি যেনতেন প্রকারে ক্ষমতা দখল করতে চাইছে। তা যে এত সহজে হবে না, তা নিজের লেখায় স্পষ্ট করেন মমতা।

Advertisement

শুধু মুখ্যমন্ত্রী নন এই শারদীয়ায় তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরাও নিজের প্রতিভা তুলে ধরেছেন। সুব্রত বক্সী যেরকম লিখেছেন, ‘একুশের নির্বাচন কঠিন নয়, তাৎপর্যপূর্ণ। ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলার মাটিকেও ধর্ম নিয়ে রাজনীতি করে কলুষিত করছে বিজেপি।’ আবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষানীতি ও শিক্ষায় গৈরিকীকরণ করা হয়েছে বলেও লেখেন। সর্বোপরি সকলের লেখাতেই নিশানায় বিজেপি। শারদীয়া সংখ্যা পড়ে বেশ বোঝা যাচ্ছে যে, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা এখন থেকেই বেজে গিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button