Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি, ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

কলকাতা: বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ, যা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। বর্ষা চলে গেলেও নিম্নচাপের জেরে এখনও রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোরে নিম্নচাপটি উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করেছে নার্সাপুর ও…

Avatar

কলকাতা: বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ, যা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। বর্ষা চলে গেলেও নিম্নচাপের জেরে এখনও রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোরে নিম্নচাপটি উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করেছে নার্সাপুর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চল দিয়ে। প্রবেশ করেছে স্থলপথে। এর ফলে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে তেলেঙ্গানায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, গোয়া, মারাঠওয়াড়া, কোঙ্কন, মধ্য মহারাষ্ট্রের বিক্ষিপ্ত অঞ্চলে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর অন্ধ্র উপকূল, দক্ষিণ ওড়িশা ও বিদর্ভতেও। এমনকি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে এ রাজ্যেও।আগে হাওয়া অফিস সূত্রে অবশ্য জানানো হয়েছিল যে, ভারী বৃষ্টির পূর্বাভাস নেই এ রাজ্যে। এমনকি উত্তরবঙ্গেও মূলত পরিষ্কার আকাশ থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে পুজো প্রস্তুতিতে কোনও বাধা থাকবে না, এমনটাই আশার বাণী শোনান হয়েছিল আবহাওয়া দফতরের পক্ষ থেকে। কিন্তু রাত পেরোতেই আশঙ্কার বাণী শোনালো হাওয়া অফিস।আজ, মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
About Author