নিউজপলিটিক্সরাজ্য

“দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্প ও বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর, মাস্টারস্ট্রোক বিধানসভা ভোটের আগে

Advertisement
Advertisement

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস জোরকদমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। আজ জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল দুপুরেই বাঁকুড়ায় পৌঁছে গিয়েছেন। আজ অর্থাৎ সোমবার তিনি প্রথমেই খাউতায় সিধু কানু স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি প্রশাসনিক জনসভা থেকে একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচি প্রকল্পের নাম দিয়েছেন তিনি, “দুয়ারে দুয়ারে সরকার।”

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের জনসভায় “দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় আগামী ১ লা ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। এই প্রকল্প ৩০ ই জানুয়ারি অব্দি চলবে। প্রকল্পের মাধ্যমে মমতা চায় সাধারণ মানুষ তাদের অসুবিধার কথা সরকারকে জানাক। রাজ্য সরকার তা সমাধান করার সবরকম চেষ্টা করবে। “দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্প অনুযায়ী প্রতিদিন বেলা ১২ টা থেকে ৩ টা অব্দি রাজ্যের ব্লকে ব্লকে প্রশাসনের তরফে ক্যাম্প করা হবে। এই ক্যাম্পে সাধারণ মানুষ প্রশাসনের কাছে তাদের অভাব-অভিযোগের কথা তুলে ধরতে পারবেন। তাদের দাবি মত প্রশাসন তাদের কাজ তৎক্ষণাৎ করে দেওয়ার চেষ্টা করবে। যদি সেই কাজ করার সুযোগ প্রশাসনের হাতে তখন না থাকে তবে তার একটি তালিকা প্রস্তুত করে সেটাও করে দেওয়া হবে।

Advertisement

এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আজকের খাতরার প্রশাসনিক সভায় কেন্দ্রের বেকারত্ব সমস্যা নিয়ে সরব হয়েছেন। তিনি কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেছেন, কেন্দ্রীয় সরকার মাঝেমাঝেই বিভিন্ন প্রকল্প তে ছেলেমেয়ে নিয়োগ করে। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেই তারা তাদের চাকরি হারায়। এর ফলে দেশজুড়ে বেকারত্ব সমস্যা দিনের পর দিন বাড়তেই চলেছে। তিনি সরাসরি কেন্দ্র সরকার কে কটাক্ষ করে বলেছেন “মাছের তেলে মাছ ভাজছে” কেন্দ্র সরকার।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন করোনা পরিস্থিতিতে দেশের অনেক রাজ্যে কর্মীদের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র এমপি লাডের টাকা এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ফ্রিজ করে দিয়েছে। কিন্তু এখন অব্দি রাজ্য কারোর বেতন বা পেনশন বন্ধ করেনি। রাজ্য সরকারের আওতাভুক্ত অফিসে এখনও কারোর চাকরি যায়নি। উপরন্তু করোনার জন্য রাজ্য সরকার সরকারি চাকরিতে আবেদন করার বয়স সীমা বাড়িয়ে দিয়েছে।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী জুন মাসে অব্দি রাজ্যে বিনামূল্যে রেশন পাওয়া যাবে। আবার তৃণমূল সরকার জিতলে পরেও বিনামূল্যে রেশন পাবেন জনতা। এছাড়াও ভোট প্রসঙ্গে তিনি বলেছেন অন্যান্য দল ভোটের আগে এসেছে আমাদের ব্যাংকে টাকা দেবে। কিন্তু ভোটের পর আপনাদের কাজ করতে তারা আর আসবে না। তাই তৃণমূল সরকার কে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

Advertisement

Related Articles

Back to top button