নিউজপলিটিক্সরাজ্য

“২২-২৩ বছরের মেয়েকে বলছে কয়লা চোর”, রুজিরা প্রসঙ্গে ডানলপের সভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

সিবিআই -এর নোটিশের পরিপ্রেক্ষিতে আজ ডানলপের সভা থেকে সরাসরি মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

Advertisement
Advertisement

কয়লাকাণ্ডে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই -এর নোটিশের পরিপ্রেক্ষিতে আজ ডানলপের সভা থেকে সরাসরি মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘ঘরের বউ’ রুজিরা এবং তার বোন মানেকা গভীরকে সিবিআই -এর জিজ্ঞাসাবাদের বিষয়ে ‘বাংলার মেয়েদের কয়লা চোর’ বলা হচ্ছে বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।

Advertisement
Advertisement

এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি আনেন রুজিরার প্রসঙ্গ। সম্প্রতি তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কর্তৃপক্ষ। সেই বিষয়ে এইদিন মুখ্যমন্ত্রী বলেন,”একটি ঘরের মা-বোনদের বলছেন কয়লা চোর। আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে। নোট বন্দির টাকা কোথায় গেল, নরেন্দ্র মোদী জবাব দাও। বিএসএসএল বিক্রি হচ্ছে কেন, নরেন্দ্র মোদী জবাব দাও। কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে। কেন? জবাব দাও।”

Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী মোদী ডানলপে একটি সভা করেছিলেন। ঠিক তার পরে এই দিন সেই একই মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় করেন জবাবী সভা। সেই সভার দিকেই নজর ছিল সবার। বলা ভালো, এই সভায় বার্তা নয়, হুঙ্কার শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর মুখে। এইদিন তিনি তোলাবাজি, কয়লা কাণ্ড একের পর এক বিষয় নিয়ে বিঁধেছেন প্রধানমন্ত্রীকে।মুখ্যমন্ত্রী এইদিন বলেন,”২২-২৩ বছরের মেয়েকে বলছে কয়লা চোর? বাংলার মেয়েরা কয়লা চোর? ঘরের বউকে বলছে চোর। আর আসল চোরদের নিয়ে নিজে বসে আছেন। আপনার সারা গায়ে কয়লা মাখা রয়েছে। নরেন্দ্র মোদীর গায়ে নোটবন্দীর ময়লা লেগে আছে।” তিনি এইদিন আরও বলেন,”এক পয়সা মাইনে আমি নিই না। আমি কেবল মানুষের সেবা করি। কারণ এটাই আমার কাজ।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button