জীবনযাপন

আপনার দাম্পত্য জীবন আরও বেশি আকর্ষণীয় ও সুখময় করে তুলুন এই ভাবে

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য থাকবেই। কিন্তু মতপার্থক্য দূর করেই করতে হবে সংসার, সারাজীবন একসাথে থাকতে হবে। সারা জীবন একজন মানুষের সঙ্গে কাটাতে গেলে, একটু-আধটু ছাড় দিতেই হয়। অনেক সময় স্বামী বা স্ত্রী নিজের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে নিজের অবস্থানে অনড় থাকে। কিন্তু স্বামী স্ত্রীর একজন যখন উত্তেজিত অবস্থায় থাকে, তখন আর একজনের উচিত নরম হয়ে পরিস্থিতি শান্ত করা। এক্ষেত্রে পুরুষদের উপরই দায়িত্বটা একটু বেশি বর্তায় বইকি। স্ত্রীকে সরি বলার অনেক রকমই টিপস আছে। দেখে নিন এমনই কিছু টিপস-

Advertisement
Advertisement

শুধু ফুল নয়ঃ  স্ত্রীকে খুশি করতে ফুল দেওয়াটা একটা ভালো উপায়, কিন্তু স্ত্রীকে ফুল দেওয়ার সাথে সাথে সরিটাও বলুন। সরি মুখে না বলে স্মাইলি বা স্মিত হাসির ছবি এঁকে তার সঙ্গে একটি সরি নোট লিখে দিতে পারেন। এরকম নানা উপায়ে খুশি করতে পারেন আপনার স্ত্রীকে।

Advertisement

রান্না করুন তার জন্যেঃ  স্ত্রীর হৃদয় জয় করতে তার বিভিন্ন কাজে তাকে সাহায্য করুন। রান্নায় তাকে সাহায্য করুন। স্ত্রীর পছন্দের রান্নাটি করে তার সামনে সুন্দর করে পরিবেশন করুন। এরকমটা করলে আপনার স্ত্রীর হৃদয় গলবেই!

Advertisement
Advertisement

স্ত্রীকে বাইরে বেড়াতে নিয়ে যানঃ  কোন কারণে কথা-কাটাকাটি হয়ে থাকলে স্ত্রীকে নিয়ে সুন্দর কোন জায়গায় বেড়িয়ে আসুন। এতে দু’ জনেরই মন ভাল হবে। স্বতঃস্ফূর্ততা ফিরে আসবে। ডিনারটাও কোনো ভালো রেস্টুরেন্টে সারতে পারেন। আপনার স্ত্রী নিশ্চয়ই খুশি হয়ে যাবে।

রোমান্টিক হয়ে উঠুনঃ  সব নারীই চান, তার স্বামী বেশ রোমান্টিক স্বভাবের হবেন। কিন্তু নারীদের কাছে নিজেকে প্রকাশের ব্যাপারে পুরুষরা বরাবরই একটু পিছিয়ে। আপনার রোমান্টিকতা এক মুহূর্তেই স্ত্রীর অভিমানকে দূরে সরিয়ে দিতে পারে। স্ত্রীর সৌন্দর্যের অকপট প্রশংসা করুন। আপনার জীবনে তার গুরুত্ব কতটা সেটা তাকে বুঝিয়ে দিন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবন হয়ে উঠবে আরও বেশি আকর্ষণীয় ও সুখময়।

Advertisement

Related Articles

Back to top button