দেশনিউজ

মহারাষ্ট্রের সব নাগরিকই স্বাস্থ্যবিমার আওতায়, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

×
Advertisement

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে ঘোষণা করেছেন সরকারি স্বাস্থ্যবিমার আওতার মধ্যে মহারাষ্ট্রের সমস্ত নাগরিকদের আনা হবে। শুক্রবার জলনায় মহারাষ্ট্র দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেছেন যে রাজ্যের জনসংখ্যার ৮৫ শতাংশই মহাত্মা জ্যোতিবা ফুলে জন আরোগ্য যোজনা-র আওতায় অন্তর্ভুক্ত ছিল, এবার বাকি ১৫ শতাংশকে এই যোজনার আওতায় আনা হবে।

Advertisements
Advertisement

তিনি আরও বলেছেন,মহারাষ্ট্রই দেশের প্রথম রাজ্য যেখানে রাজ্যের সমস্ত মানুষকে এই বিনামূল্যে বিমা সুরক্ষার আওতায় আনার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর সাথে এই প্রকল্পের আওতায় আগে ৪৯৬ টি হাসপাতাল ছিল। এখন ১০০০-র বেশি হাসপাতালকে এর আওতায় যুক্ত করা হবে। এছাড়া সমস্ত বেসরকারি হাসপাতালগুলোকে বিপর্যয় মোকাবিলা আইন ও মহামারি আইন অনুসারে করোনা চিকিৎসার খরচ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Advertisements

এর পাশাপাশি টোপে বলেছেন যে বেসরকারি হাসপাতালগুলো রোগীদের থেকে যাতে বেশি অর্থ না নিতে পারে তার জন্য সমস্ত সরকারি, আধা-সরকারি কর্মী ও রেশন কার্ড গ্রাহকদের এই প্রকল্পের মধ্যে আনার জন্য একটি স্মারকলিপি স্বাক্ষরিত হয়েছে। এর সাথে সমস্ত হাসপাতালগুলোতে যাতে চিকিৎসার খরচ সমান থাকে তার জন্য বিভিন্ন প্যাকেজ তৈরী করা হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button