দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণার সম্ভাবনা, অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক নমোর

Advertisement
Advertisement

দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বেড়েছে আরও দুই সপ্তাহ। ১৭ই মে পর্যন্ত থাকবে লকডাউন। লকডাউনের ফলে থমকে গেছে দেশের বৃদ্ধি, উৎপাদন পুরোপুরি বন্ধ। এই পরিস্থিতিতে অর্থনীতিকে টেনে তুলতে দ্বিতীয় আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থা ANI এর একটি টুইটে জানা যাচ্ছে এমনই খবর।

Advertisement
Advertisement

ANI টুইট করে জানিয়েছে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী নির্মলা সিতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ অফিসারদের সাথে এক বৈঠক করেছেন। সেখানে দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক আর্থিক পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। সূত্রের খবর অনুযায়ী, দেশের আর্থিক অবস্থার উন্নতি করতে একাধিক রূপরেখা আজ অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন।

Advertisement

টুইটে ANI আরও জানিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষিক্ষেত্রকে চাঙ্গা করার বিষয়ে জোর দেন। কৃষিক্ষেত্রকে চাঙ্গা করার পাশাপাশি জোর দেন বিভিন্ন সংস্কারমূলক কাজ করে কৃষিক্ষেত্রের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর ব্যাপারেও। সূত্রের খবর অনুযায়ী দ্বিতীয় দফার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্র। এখন দেখার সেটা কতটা সম্ভব হয় বাস্তবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button