নিউজদেশ

LPG Price Hike: হোলির আগে বিরাট ধাক্কা! আজ থেকে ৩৫০ টাকা দাম বাড়ল এই গ্যাস সিলিন্ডারের

কলকাতা শহরে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১১২৯ টাকা

×
Advertisement

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। হোলির আগে মার্চ মাসের শুরুতে মুদ্রাস্ফীতির জেরে ফের দাম বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের। কত টাকা দাম বাড়লো জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisements
Advertisement

আজ থেকে শুরু হয়ে গিয়েছে মার্চ মাস। আর প্রত্যেকটি মাস শুরুর আগে নির্ধারণ করা হয় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। আবার এই মাসেই রয়েছে হোলি। এরমধ্যেই আজ মাসের প্রথম দিনে জানা গিয়েছে ঘরোয়া গ্যাস সিলিন্ডার এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার উভয় ক্ষেত্রেই অনেকটাই দাম বৃদ্ধি পেয়েছে। হোলির আগে এটি মধ্যবিত্তদের পকেটে যে বড় ধাক্কা, যা বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, ঘরোয়া ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এরফলে রাজধানী শহর দিল্লিতে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১১০৩ টাকা। এছাড়া দাম বাড়ার পর কলকাতা শহরে দাম হয়েছে ১১২৯ টাকা।

Advertisements

অন্যদিকে, দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারেরও। মার্চ মাসের প্রথম দিনে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। রাজধানী শহর দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২১১৯ টাকা ৫০ পয়সা। এছাড়া কলকাতাতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে ২২২১ টাকা ৫০ পয়সায়।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button