আন্তর্জাতিক নারী দিবসে লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের একটা বিরাট বড় ঘোষণা। নরেন্দ্র মোদি সরকারের তরফ থেকে রান্নার গ্যাসে ভর্তুকি মূল্য আরো এক বছর বৃদ্ধি করা হতে পারে বলে জানানো হয়েছে। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত উজ্জ্বলা যোজনার কার্ড ধারীদের রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ ভর্তুকি পাওয়া যাবে শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কার্ড আপনার কাছে থাকলে তবেই। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইতিমধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থাৎ বলতে গেলে আরো এক বছর পর্যন্ত অনেকটা সস্তায় গ্যাস পেতে চলেছেন ভারতের গ্রাহকরা।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী পীযূষ গোয়াল ইতিমধ্যেই এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন। উজ্জ্বলা যোজনার লভ্যার্থিরা ৩০০ টাকা করে ভর্তুকি পেয়ে যাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ। তবে ২০২৫ পর্যন্ত এই ভর্তুকি ঘোষণা করার ফলে আরো ১২ হাজার কোটি টাকার চাপ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের উপর। এই চাপ সরাসরি পড়বে কেন্দ্রীয় মন্ত্রিসভার তহবিলের উপরে। ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনার কার্ডধারীরা। বছরে ১২টি করে সিলিন্ডারের উপরে এই ভর্তুকি পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ২৯ আগস্ট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উজ্জ্বলা যোজনার কার্ডধারীদের আরো বেশি ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত আগামী ৩১ মার্চ ২০২৪ তারিখে শেষ হয়ে যাবার কথা। কিন্তু যেহেতু কেন্দ্রীয় মন্ত্রিসভা আরও একবার ভর্তুকি বৃদ্ধি করার ঘোষণা করেছে তাই আগামী আরো এক বছর সস্তায় গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সামনের সপ্তাহেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার কথা। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে আর কোনভাবেই কিন্তু এই ধরনের কোন ঘোষণা করা যায় না। সেই কারণেই আগেভাগে এই ঘোষণা সেরে ফেললো সরকার। তবে সাধারণ গ্রাহকরা কিন্তু ৯০৩ টাকা দামেই এখনও পর্যন্ত গ্যাস পাবেন। ৬০৩ টাকায় গ্যাস পাবেন শুধুমাত্র উজ্জ্বলা কার্ডধারিরা।