Today Trending Newsদেশনিউজ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরও ৪৯ দিনের লকডাউন প্রয়োজন ভারতে

Advertisement
Advertisement

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রায়োগিক গণিত ও তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের দুই গবেষক আর আধিকারী ও রাজেশ সিংহ এক গবেষণায় দাবি করেছেন যে, ২১ দিনের লকডাউন ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যথেষ্ট নয়। লকডাউন অবশ্যই ৪৯ দিন বাড়ানো উচিত বলে মনে করেন তারা। গবেষণার শেষে বেশ কয়েকটি সম্ভাবনার উল্লেখ করেন তারা।

Advertisement
Advertisement

প্রথমত, ২১ দিনের এই লকডাউন কোভিড-১৯ সংক্রামকের হার হ্রাস করলেও পুনরুত্থান রোধ করার জন্য এটা খুব বেশি কার্যকর হবে না। এক্ষেত্রে লকডাউনের পরেও সংক্রমণের পুনরুত্থানের সম্ভাবনা থাকবে বলে মনে করছেন তারা।

Advertisement

দ্বিতীয়ত, ২১ দিনের লকডাউনের শেষে ৫ দিনের ছাড় দেওয়ার পর তাৎক্ষণিকভাবে পরবর্তী ২৮ দিনের জন্য অন্য একটি লকডাউন জারি করা দরকার। তবে এর ফলেও সংক্রমণের পুনরুত্থান রোধ করা সম্ভব নয় বলেই তাদের দাবি।

Advertisement
Advertisement

তৃতীয়ত, প্রথমে ২১ দিনের লকডাউন, পরে ২৮ দিনের লকডাউন, তারপরে ১৮ দিনের আরও একটি লকডাউন প্রয়োজন। এই তিনটি লকডাউনের মাঝে ৫ দিন করে ছাড় দেওয়া দরকার।

চতুর্থত, এককালীন ৪৯ দিনের টানা লকডাউনের পক্ষে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তারা। কারণ, এর ফলে ১০-এর নীচে সংক্রামকের সংখ্যাও কমে আসে।

সংক্রামকের সংখ্যা ১০-এর নীচে নেমে এলে আর লকডাউনের প্রয়োজন নেই বলে এই দুই গবেষক জানান। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৪ মার্চ এক ঘোষণার পর থেকে ২১ দিনের লকডাউন চলছে ভারতে। করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে বাড়ির বাইরে না বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Advertisement

Related Articles

Back to top button