দেশনিউজ

ফের বাড়তে চলেছে লকডাউন, দ্রুত ঘোষণা করতে পারে কেন্দ্র

Advertisement
Advertisement

ফের বাড়তে চলেছে লকডাউন। যদিও প্রধানমন্ত্রী ভাষণে লকডাউন বাড়বে বলে জানিয়েছিলেন। তবে তিনি কতদিন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি পাবে সে বিষয়ে খোলসা করে কিছুই জানাননি। সূত্রের খবর অনুযায়ী আগামী ৩১ মে পর্যন্ত বাড়তে পারে লকডাউন। সমস্ত রাজ্যগুলির কাছ থেকে পরামর্শ চেয়েছিল কেন্দ্র। সেই পরামর্শ ও মতামতের উপর ভিত্তি করে আগামী রবিবার স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে জানা গেছে।

Advertisement
Advertisement

সূত্রের খবর অনুযায়ী যেসব ক্ষেত্রে ছাড় মিলতে পারে, সেগুলি হল

Advertisement

১) এবার থেকে ২৫ শতাংশ কর্মীর বদলে অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালু হতে পারে অফিসগুলিতে। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

Advertisement
Advertisement

২) বাস, ট্যাক্সি, ক্যাবের পাশাপাশি চালু হতে পারে অটো। তবে সেক্ষেত্রে যাত্রীসংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হবে।

৩) রেড জোনেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলতে পারে। কঠোর বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলে জানা গেছে।

৪) শর্তসাপেক্ষে আন্তঃদেশীয় বিমান পরিষেবা চালু হবার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে রাজ্যের নির্দেশ পেলেই তবে পরিষেবা চালু হবে।

৫) মেট্রো পরিষেবাও চালু করা হতে পারে।

৬) শুধু অত্যাবশ্যকীয় পণ্য নয়, এবার থেকে অন্যান্য পণ্য সামগ্রীও হোম ডেলিভারি করা যাবে।

কেন্দ্রের ঘোষণার দিকেই তাকিয়ে আছে গোটা দেশ। কেন্দ্রের ঘোষণাতে সব কিছুর সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হবে বলে জানা গেছে।

Advertisement

Related Articles

Back to top button