নিউজরাজ্য

Local Train Cancelled: সোম ও মঙ্গলবার ফের শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন, রইলো বিস্তারিত তালিকা

নৈহাটি-হালিশহর এর মধ্যে নন-ইন্টারলকিং এর কাজ চলায় এই ট্রেন বাতিল দুর্ভোগ

Advertisement
Advertisement

ট্রেন বাতিলের সমস্যা যেন কাটছেই না। নন ইন্টারলকিং এর কাজের জন্য দফায় দফায় ট্রেন বাতিল হওয়ায় নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বহু ট্রেন বাতিল হয়েছে শিয়ালদহ শাখায়। পাশাপাশি হাওড়া ডিভিশনেও বাতিল ট্রেনের লিস্ট বেশ লম্বা। পূর্ব রেলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে আগামী ১৪ মার্চ পর্যন্ত বহু লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ শাখায়। পাশাপাশি বাতিল হচ্ছে দূরপাল্লার ট্রেন। আবার বেশ কিছু ট্রেন ঘুরপথে চলবে এই কয়েকদিন। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তারমধ্যে ট্রেন বাতিলের খবর উদ্বেগ আরও বাড়াচ্ছে।

Advertisement
Advertisement

নৈহাটি-হালিশহর এর মধ্যে নন-ইন্টারলকিং এর কাজ চলায় এই ট্রেন বাতিল দুর্ভোগ। এই কাজের জন্যই নিত্যযাত্রীদের আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার দুর্ভোগ পোহাতে হবে। ১৩ মার্চ সোমবার আপ লাইনে বাতিল থাকছে – 31613 (রানাঘাট), 41313 (নৈহাটি), 31471 (নৈহাটি), 31415 (নৈহাটি), 31319 (কল্যাণী সীমান্ত), 31323 (কল্যাণী সীমান্ত), 31827 (কৃষ্ণনগর), 31471 (নৈহাটি), 31427 (কৃষ্ণনগর), 31423 (5333), ), 31331 (কল্যাণী সীমান্ত), 31333 (কল্যাণী সীমান্ত), 31601 (রানাঘাট), 31437 (নৈহাটি), 31439 (নৈহাটি), 31337 (কল্যাণী সীমান্ত), 31339 (কল্যাণী সীমান্ত), 31339 (কল্যাণী সীমান্ত) 31347), , 31813 (কৃষ্ণনগর), 31151 (বর্ধমান), 31111 (কাটোয়া), 37521 (ব্যান্ডেল), 37541 (ব্যান্ডেল), 37555 (ব্যান্ডেল)।

Advertisement

১৩ মার্চ ডাউন লাইনে বাতিল থাকছে– 31416 (নৈহাটি), 31602 (রানাঘাট), 31418 (নৈহাটি), 31420 (নৈহাটি), 31420 (নৈহাটি), 31320 (কল্যাণী সীমান্ত), 31322 (কল্যাণী সীমান্ত), 31824 (কৃষ্ণনগর), 31424 (কৃষ্ণনগর), 3143338 (Naihati) (314338), ), 31330 (কল্যাণী সীমান্ত), 31332 (কল্যাণী সীমান্ত), 31634 (রানাঘাট), 31440 (নৈহাটি), 31444 (নৈহাটি), 31336 (কল্যাণী সীমান্ত), 31538 (শান্তিপুর), 31538 (শান্তিপুর), 3108 (3108), , 31802 (কৃষ্ণনগর), 31152 (বর্ধমান), 31112 (কাটোয়া), 37522 (ব্যান্ডেল), 37542 (ব্যান্ডেল), 37556 (ব্যান্ডেল)।

Advertisement
Advertisement

১৪ মার্চ আপ লাইনে বাতিল– 31613 (রানাঘাট), 41313 (নৈহাটি), 31471 (নৈহাটি), 31415 (নৈহাটি), 31319 (কল্যাণী সীমান্ত), 31323 (কল্যাণী সীমান্ত), 31827 (কৃষ্ণনগর), 31471 (নৈহাটি), 31427 (কৃষ্ণনগর), 31423 (5333), ), 31331 (কল্যাণী সীমান্ত), 31333 (কল্যাণী সীমান্ত), 31601 (রানাঘাট), 31437 (নৈহাটি), 31439 (নৈহাটি), 31337 (কল্যাণী সীমান্ত), 31339 (কল্যাণী সীমান্ত), 31339 (কল্যাণী সীমান্ত) 31347), , 31813 (কৃষ্ণনগর), 31151 (বর্ধমান), 31111 (কাটোয়া), 37521 (ব্যান্ডেল), 37541 (ব্যান্ডেল), 37555 (ব্যান্ডেল)।

১৪ মার্চ ডাউন লাইনে বাতিল– 31416 (নৈহাটি), 31602 (রানাঘাট), 31418 (নৈহাটি), 31420 (নৈহাটি), 31420 (নৈহাটি), 31320 (কল্যাণী সীমান্ত), 31322 (কল্যাণী সীমান্ত), 31824 (কৃষ্ণনগর), 31424 (কৃষ্ণনগর), 3143338 (Naihati) (314338), ), 31330 (কল্যাণী সীমান্ত), 31332 (কল্যাণী সীমান্ত), 31634 (রানাঘাট), 31440 (নৈহাটি), 31444 (নৈহাটি), 31336 (কল্যাণী সীমান্ত, 31538 (শান্তিপুর), 31538 (শান্তিপুর); 31802 (কৃষ্ণনগর), 31152 (বর্ধমান), 31112 (কাটোয়া), 37522 (ব্যান্ডেল), 37542 (ব্যান্ডেল), 37556 (ব্যান্ডেল)।

Advertisement

Related Articles

Back to top button