ভাইরাল & ভিডিও

‘তুজকো হি দুলহান বানাউঙ্গা’ দুর্দান্ত এক্সপ্রেশনের সাথে নেচে ভাইরাল তরুন কিশোরী, দেখুন ভিডিও

Advertisement
Advertisement

বর্তমান প্রজন্মের কাছে রিল ভিডিও বানানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে পছন্দের। তারা নিজেদের অবসরের বেশিরভাগটাই ব্যয় করেন এই রিল ভিডিও বানাতে। ইনস্টারিল বানিয়েই অনেকে পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। প্রতিদিন প্রতিমুহূর্তে কোন না কোন রিল ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তেমনই একটি রিল ভিডিও মনে ধরেছে নেটিজেনদের।

Advertisement
Advertisement

সম্প্রতি দিশা নামের একটি কিশোরীর রিল ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলিউডের জনপ্রিয় ছবি ‘চালো ইশ্ক লড়ায়ে’র হিট গান ‘তুজকো হি দুলহান বানাউঙ্গা’তে সেজেগুজে রিল ভিডিও বানিয়েছেন দিশা। অলকা ইয়াগ্নিক ও সোনু নিগমের কন্ঠে এই গানটি মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। নিজের বাড়ির ছাদেই বানিয়েছেন ভিডিওটি। হলুদ ও কমলা রঙের মিশ্রণে একটি শাড়ি পরেছিলেন, সাথে পড়েছিলেন সুতোর কাজ করা সোনালী রঙের একটি চকচকে ব্লাউজ। খোলা চুলে কপালে একটি ছোট স্টোন টিপ পড়েছিলেন তিনি। গলায়, কানে, নাকে ও হাতে ছিল মানানসই গয়নাও। ভিডিও বানানোর সময় গানের সাথে ভালই এক্সপ্রেশন দিয়েছেন তিনি।

Advertisement

Advertisement
Advertisement

দিশা নিজের এই ভিডিওটি শেয়ার করার পর থেকেই তা ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। প্রশংসিতও হয়েছেন একাধিক নেটিজেনদের কাছে। ভিডিওর ভিউজও হয়েছে প্রচুর। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তাকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি ক্যামেরার সামনে এমন ধরনের ভিডিও বানাতে সাবলীল। ইনস্টাগ্রামে নিজের বানানো রিল ভিডিও প্রায়ই শেয়ার করে থাকেন দিশা, যার মধ্যে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে।

আজকের দিনে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তারা তাদের বেশিরভাগ সময়টাই ব্যয় করেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যমঘটও বটে। এখন মানুষ নিমেষের মধ্যে একসাথে পৌঁছে যেতে পারেন হাজার হাজার মানুষের কাছে। নিজের প্রতিভাকে কোন বাধা ছাড়াই তুলে ধরতে পারেন সকলের সামনে। তার জন্য প্রশংসিত হন তারা।

Advertisement

Related Articles

Back to top button