বলিউডবিনোদন

Vicky-Katrina Wedding: ভিকি-ক্যটরিনার হলদি অনুষ্ঠান থেকে ব্যাচেলার পার্টির প্ল্যানিং ফাঁস

Advertisement
Advertisement

এখন বলিউডে পেজ থ্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। টিনসেল টাউনের সেলিব্রিটি থেকে শুরু করে অনুরাগী, সকলেই এই হেভিওয়েট কাপলেত আসন্ন বিয়ের আপডেট পেতে আগ্রহী। দুজনের বিয়ের খবরে এখন সরগরম বলিউড। জানা যাচ্ছে এই সপ্তাহেই ৯ ডিসেম্বর চার হাত এক হবে এই চর্চিত প্রেমিক জুটির। জানা যাচ্ছে, আগামী ৬ তারিখ অর্থাৎ গতক্সল রাজস্থান উড়ে যান ক্যাট ভিকি। জয়পুর এয়ারপোর্ট থেকে সড়কপথে নয়, সোজা হেলিকপ্টারে করে বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছান এই লাভ বার্ডস।আগামী ৭ ডিসেম্বর আজ ক্যাটের মেহেন্দি আর হলদির অনুষ্ঠান হবে।

Advertisement
Advertisement

ইতিমধ্যে গতকাল যোধপুরে পৌঁছে গিয়েছেন বলিউডের এই লাভ বার্ডস হবু ভিকি আর ক্যাট। প্রিয় ভিক্যাটের বিয়ে নিয়ে বলিউড সেলেব থেকে অনুগামীরা সকলেই মুখিয়ে। বিয়ের আসরে বলিউড স্টার ক্যটরিনা কাইফ এককথায় বলতে গেলে ঝড় তুলেছেন সর্বত্র। এখন বি-টাউন জুড়ে সাজ সাজ রব। ভিকি আর ক্যাটের ব্যাচেলর লাইফ শেষ, এবার সংসারে মন দেবে দুজনে। এই সেলেবের বিয়ে ঘিরে একাধিক গোপনীয়তার সত্ত্বেও এবার ফাঁস অভিনেত্রীর হলদি অনুষ্ঠানের যাবতীয় তথ্য।

Advertisement

৭ তারিখ অর্থাৎ আজ থেকেই বসে গিয়েছে রাজকীয় বিয়ের আসর। একের পর এক সেলিব্রিটিরা এই বিয়েতে যোগ দিতে ইতিমধ্যেই মুম্বই থেকে রওনা দিয়েছেন রাজস্থানের উদ্দেশ্যে। সকল ভিআইপি অতিথিদের জন্য বুকিং করা রয়েছে ৪৫ টি হোটেল। কারো যাতে কোথাও সমস্যা না হয় সেদিকেও দেওয়া হয়েছে কড়া নজর রেখেছে এই জুটির টিম। কিন্তু প্রশ্ন একটাই অতিথিরা কি আদেও নিজের মতো করেই এই রাজকীয় বিয়ে উপভোগ করতে পারবেন।

Advertisement
Advertisement

না মনে হয়। কারণ নিয়ম অনুযায়ী এই জুটির বিয়েতে তোলা যাবে না একটিও ছবি। এমনকি আমন্ত্রিতরা করতে পারবেনা কোনো রিল ভিডিও। আর তাঁদের বিয়ে নিয়েও কোনো কথা কারও সঙ্গে কোনো রকম আলোচনা ও করা যাবে না। যার ফলে মন খুলে এই বিয়েতে সেলিব্রেশন বোধহয় সম্ভব হবে না কোনো অতিথির। এদিকে আয়োজনে থাকছে না কোনরকম ত্রুটি। আজকে বসে গিয়েছে সংগীতের অনুষ্ঠান।

আজ মনের মানুষ ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা ডান্স ফ্লোর কাঁপাবেন নিজের সিনেমা কালা চশমা গানে। আর এই খব্র ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে । এরপর আসবে কাল হলদি সেরিমনি। বুধধবার সকাল থেকেই হলুদের অনুষ্ঠানে গা ভাসাবে ক্যাটরিনা ও ভিকি কৌশল। এদিন দিনভর  কি বিশেষ আয়োজন থাকছে তা নিয়ে বিস্তারিত তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে বলিউডের সংবাদমাধ্যমে।

বুধবার ঘড়িতে সকাল ৮  টা থেকে ১০ টার মধ্যে অতিথিদের জন্য ব্যবস্থা করা হয়েছে ব্রেকফাস্টের। এরপর বেশ কিছুটা সময়ের বিরতি নিয়ে ফ্রেশ হয়ে সমস্ত অতিথিরা সাজগোজ করে হলদি অনুষ্ঠানে জন্য নিজেকে তৈরি করে নিতে ১ ঘন্টা সময় দেওয়া হয়েছে। এবার ১১ টাই বসবে গায়ে হলুদের অনুষ্ঠান। নাচে গানের সঙ্গে হই হুল্লোর, সেই সঙ্গে বিয়ের রীতিনীতি পালনে ব্যস্ত থাকবেন সকলেই। আর এই হলদির পর দুপুরে হবে লাঞ্চ পর্ব।

বিভিন্ন অনুষ্ঠানে দুপুর পর্যন্ত ব্যস্ত থাকবেন সকল অতিথীরা। এরপর আবারো বেশ কিছুক্ষণের বিরতি। তারপর পাল্লা দিয়ে বসবে রাতের সেলিব্রেশনের। এদিন রাতে বিশেষ নৈশ পার্টির ব্যবস্থা করা হয়েছে। আর সেই পার্টিতে নিমন্ত্রিত সেলেবরা পারফর্ম করবেন। জানা যাচ্ছে, এই নাইট পার্টিতেই কিয়ারা, বরুণদেরও পারফর্ম করতে দেখা যেতে পারে। যদিও এই নিয়ে কোনও তথ্য সামনে আসেনি। তবে ক্যাটরিনা ও ভিকির বিয়ের আগের রাত যে জমে উঠবে শেষ ব্যচেলর পার্টিতে, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের বিয়ে ঘিরে জল্পনা তুঙ্গে। এক কথায় বলতে গেলে এই দুই সেলেবের বিয়ের প্রস্তুতেই কড়া নজর নেটবাসীরও। তবে ব্যক্তিগত জীবনকে বরাবর আড়ালে রাখতে ভালোবাসেন ভিক্যাট। তাই নিজেদের স্পেশ্যাল দিনটি একাধিক কড়া নিয়মে বেঁধে ফেলা হল বিয়ের। তা যাতে সঠিকভাবে পালন করা হয়, সেই দিকেও নজর দিয়েছে বিশেষ টিম।

Advertisement

Related Articles

Back to top button