দেশনিউজ

LIC-র বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ

Advertisement

LIC AAO তে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলো LIC. ১৬৮ টি শূন্যপদে নিয়োগের জন্য গত ২৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০২০ সালের ১৫ই মার্চ। বিজ্ঞপ্তি অনুসারে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের (এলআইসি) ‘Assistant Administrative Officer’ (AAO) পদের শূন্যপদ পূরণের জন্য যোগ্য ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন।

মোট ১৬৮ টি শূন্যপদের মধ্যে ৪০ টি AAO (CA), ৩০টি AAO (Actuarial), ৪০টি AAO (Legal), ৮টি AAO (Rajbhasha) এবং ৫০টি AAO (IT). আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরিভুক্ত প্রার্থীদের প্রতি টাকা দিতে হবে ৭০০ টাকা + জিএসটি চার্জ এবং SC/ST/PwBD প্রার্থীদের জন্য, ৮৫ টাকা + জিএসটি চার্জ।

আরও পড়ুন : আধারের সাথে প্যান কার্ডের লিংক না থাকলে ১০ হাজার টাকা জরিমানা

পরীক্ষা: নিয়োগের জন্য প্রাথমিক পরীক্ষা আগামী ৪ই এপ্রিল ২০২০ তে নেওয়া হবে। মেইনসের পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

বয়স: ১৯৯০ এর ২রা ফেব্রুয়ারির পরে এবং ১৯৯৯ এর ১লা ফেব্রুয়ারির আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা এই পদে আবেদন করার জন্য যোগ্য।

প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর মেইনসে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ইন্টারভিউতে ডাকা হবে যোগ্য প্রার্থীদের। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

Related Articles

Back to top button