নিউজরাজ্য

‘আরও ২৫ হাজার কোটি টাকা দেওয়া হোক’, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীকে আবেদন

Advertisement
Advertisement

এবার করোনা মোকাবিলায় সংসদের আগামী ২ বছরের বরাদ্দ প্রায় ৭ হাজার ৯০০ কোটি টাকা চলে যাবে প্রধানমন্ত্রীর তহবিলে। এদিন সর্বদলীয় ভিডিও বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে ২৫ হাজর কোটি টাকা প্যাকেজের দাবী করে। বৈঠক শেষে দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

Advertisement
Advertisement

রাজ্য সরকার কেন্দ্রের কাছে আবেদন করেছে করোনার জন্য পর্যাপ্ত পিপিই মাস্ক দেওয়া হোক। এছাড়া ওই সংসদ আরও জানান, তারা সংসদ তহবিলের সমস্ত অর্থ করোনার জন্য দিয়ে দেবেন। শুধু এই মাস্ক নয়, করোনার জন্য জরুরি চিকিৎসার সামগ্রিগুলি চাহিদা মিলছে না, এই প্রসঙ্গেও আলোচনা হয়েছে কেন্দ্রের সাথে।

Advertisement

যদিও আগে জানা গিয়েছিল, এই সর্বদলীয় বৈঠকে তৃনমুল কংগ্রেস উপস্থিত থাকবে না। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রকে আরও জানান হয়েছে, লকডাউনের শেষে কেউ যাতে কাজ না হারায় সেই বিশয়টি দেখার জন্য অনুরোধ করেছেন। এছাড়া আরও একটি বিষয়, রাজ্য সরকার কেন্দ্রের কাছে পঁচিশ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ প্রসঙ্গ তুলেছে, জানিয়েছেন দলের সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button