নিউজপলিটিক্সরাজ্য

লক্ষ্মীরতনের ইস্তফা গ্রহণ করলেন রাজ্যপাল, এবার দপ্তরের দায়িত্ব অরূপ বিশ্বাসের হাতে

তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, লক্ষী (Laxmi Ratan Shukla) ইস্তফার পর তার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন

Advertisement
Advertisement

অবশেষে পদত্যাগপত্র গৃহীত হল প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার (Laxmiratan Shukla)। রাজ্যপাল এবং তার পদত্যাগপত্র গ্রহণ করলেন এবং তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হলে অরূপ বিশ্বাস (Arup Biswas) কে। অরূপ বিশ্বাস এবার থেকে পেলেন রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব। উল্লেখ্য, গতকাল লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন।

Advertisement
Advertisement

নির্বাচনের আগে আচমকা লক্ষ্মীরতন শুক্লা পদত্যাগ করার সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। কেন ইস্তফা দিলেন তিনি? এই প্রশ্ন উঠতে থাকে সবার মনে। ঘনিষ্ঠ সূত্রে খবর, ইস্তফার পর তিনি দলের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়েছেন। জানা গিয়েছে, লক্ষ্মীরতন শুক্লা যেমন ভাবে কাজ করতে চেয়ে ছিলেন ঠিক তেমন ভাবে কাজ করতে পারেননি। এই কারণে তিনি মন্ত্রিত্বের পাশাপাশি জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার জায়গায় হাওড়া সদর এর পরবর্তী তৃণমূল কংগ্রেস সভাপতি হয়েছেন ভাস্কর ভট্টাচার্য্য। লক্ষ্মীরতন এর জায়গাতেই জেলা সভাপতি হিসেবে তাকে নিয়ে আসা হয়েছে।

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ বিষয়ে বললেন,” লক্ষ্মী ভালো ছেলে। কেউ পদত্যাগ করতেই পারে, তাতে কি যায় আসে। লক্ষ্মী চিঠি লিখেছে তাতে লেখেনি যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছে, ও লিখেছে শুধুমাত্র রাজনীতি থেকে সরে যেতে চায়। খেলায় আরও সময় দিতে চায়, এই কারণেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে। তবে, এই টার্মের শেষ পর্যন্ত বিধায়ক ও থাকবে। ও ভালো করে খেলাধুলো করুক। শুভেচ্ছা রইল।”

Advertisement
Advertisement

পাশাপাশি তিনি জানিয়েছেন,”রাজ্যপালকে বলব ওর পদত্যাগপত্র গ্রহণ করে নিতে।” একদিকে যখন লক্ষ্মীরতন শুক্লা কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো ছেলে বলে সম্বোধন করছেন, তখন অন্য সুর অরূপ রায় এর গলায়। অরূপ রায় দাবি করেছেন,” ভোটের আগে দলের সেনাপতির দায়িত্বে থাকা যদি কেউ সরে যায় তাহলে তা যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার মতো ঘটনা। যাই হোক নির্বাচনের আগে এই কাজটা ঠিক হয়নি।”

Advertisement

Related Articles

Back to top button