দেশনিউজ

দেশে একদিনে রেকর্ড আক্রান্ত, বাংলায় আক্রান্ত দুই হাজার ছুঁই ছুঁই

Advertisement
Advertisement

একদিনে রেকর্ড হারে করোনা সংক্রমণ ভারতে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমণ হলেন ৪ হাজার ২১৩ জন। দেশে এটাই একদিনে সর্বাধিক সংক্রমণ। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৬৭ হাজার ১৫২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ২০৬ জন। তবে সুস্থ হয়েছে ২০ হাজার ৯১৭ জনের।

Advertisement
Advertisement

মহারাষ্ট্রে সংক্রমণ বেড়েই চলেছে। শীর্ষে থাকা মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১৭১ জন। মৃত্যু হয়েছে ৮৩২ জনের। মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট(৮,১৯৪ জন) ,তারপরেই তামিলনাড়ু ( ৭ হাজার ২০৪ জন), দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯২৩ জন। আর পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৩৯ জন। মৃতের সংখ্যা ১৮৫।

Advertisement

এদিকে রেলমন্ত্রী পীযুষ গোয়েল রবিবার নিজের টুইটে জানিয়েছেন যে ১২ মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। প্রতিদিন ১৫ টি করে ট্রেন চলাচল হবে বলে তিনি জানিয়েছেন। আজ বিকেল চারটে থেকে আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই কেবলমাত্র টিকিট বুকিং করা যাবে। তবে এক্ষেত্রে ট্রেনে ও স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নেওয়া হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক পড়ে তবেই ট্রেনে উঠতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button