দেশনিউজ

আগামী ১ মাস পরিযায়ী কর্মীদের বাড়ি ভাড়া মকুব করার নির্দেশ : কেন্দ্র

Advertisement
Advertisement

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শ্রমিক-কর্মচারীদের নিজের রাজ্যে বাড়ি ফেরার প্রবণতা কমাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কেন্দ্র এক্ষেত্রে কয়েকটি নির্দেশিকাও জারি করেছে।

Advertisement
Advertisement

নির্দেশিকা গুলি হল-

Advertisement

১) রাস্তায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কমানোর ক্ষেত্রে রাজ্যকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Advertisement
Advertisement

২) যে শ্রমিক যেখানেই আছেন, তাঁকে সেখানেই থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। প্রয়োজনীয় অর্থ প্রদান করা হোক।

৩) সেইসমস্ত শ্রমিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তৈরী করতে হবে আইসোলেশন কেন্দ্র।

৪) গরিব এই পরিযায়ী শ্রমিকদের কাছ থেকেকর বাড়ির মালিকদের ১ মাস ভাড়া মকুব করার নির্দেশ দেওয়া হয়েছে।

৫) কোনো কর্মীর কাছ থেকে বেতন কাটা যাবে না। সঠিক সময়ে বেতন দিতে হবে।

৬) সমস্ত রাজ্যগুলিকে সীমানা বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। শ্রমিকদের যাতায়াতে হবে। লকডাউনের উদ্দেশ্যকে এভাবেই সফল করতে হবে বলেছে কেন্দ্র। অঙ্গরাজ্যগুলিকে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

৭) বাড়ির মালিকেরা যদি এইসময় ভাড়াটিয়াদের উচ্ছেদ করে তাহলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালে পরিযায়ী শ্রমিকদের ভিড় দেখে আঁতকে উঠেছিল গোটা দেশ। যেখানে বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে সেখানে দিল্লিতে শ্রমিকদের গাদাগাদি করে ভিড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার চিত্র ভয়ানক ছিল। সূত্রের খবর অনুযায়ী এই পরিস্থিতি যাতে না হয় তাই এই শ্রমিকদের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button