আন্তর্জাতিকদেশনিউজ

চিনের সঙ্গে আলোচনা করে আর কিছুই মেটানো সম্ভব নয়, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার

×
Advertisement

ওয়াশিংটন: লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা এখনও একইরকমভাবে অব্যাহত। যত দিন যাচ্ছে ততই লাদাখের অবস্থা উদ্বেগজনক হয়ে উঠছে। এমন সময় প্রথম থেকেই ভারতের পাশে রয়েছে আমেরিকা। এমনকি ভারতের পাশে থেকে চিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার নিশানা করতেও ছাড়েনি। প্রথমে মার্কিন বিদেশসচিব আর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার নিশানায় বেজিং সরকার।

Advertisements
Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেছেন, ‘এনএসসিতে চিন যা করছে, তা গা জোয়ারি। ভারত-চিন দুই দেশের মধ্যে পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, যাতে কোনও কিছুই আর আলোচনা করে মেটানো যাবে না। এই সমস্যা আলোচনা করে মেটানো সম্ভব নয়। লাদাখে চিনা কমিউনিস্ট পার্টির আগ্রাসন স্পষ্ট। চিন চাইছে আসলে এলএসি দখল করতে। তাই আলোচনা বা বোঝাপড়ার মাধ্যমে আর কোনও কিছুই মেটানো যাবে না, এটা স্পষ্ট।’

Advertisements

প্রসঙ্গত, লাদাখে ষাট হাজার চিনা সেনা মোতায়েন করার প্রসঙ্গে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয় বলেছেন, চিন যেভাবে ষাট হাজার চিনা সেনা লাদাখে মোতায়েন করেছে, তা গোটা বিশ্বের কাছে ভীষণভাবে উদ্বেগজনক।। তবে যে কোনও পরিস্থিতিতে ভারতের পাশেই রয়েছে আমেরিকা, এমন বার্তাও ট্রাম্প প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন ভারত-চিন এই সংঘাত কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button