Today Trending Newsদেশনিউজ

নির্যাতিতার বাবাকে খুনের হুমকি, দোষী সাব্যস্ত কুলদীপ সহ ৭

Advertisement
Advertisement

উন্নাও কাণ্ডে দোষী কুলদীপ সিং এবার নির্যাতিতার বাবাকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হল। বুধবার দিল্লির তিসহাজারি আদালত কুলদীপ ছাড়াও সাতজনকে দোষী সাব্যস্ত করে। ২০১৭ সালের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয় কুলদীপ সিং। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং পকসো আইনে দোষী সাব্যস্ত করা হয় কুলদীপকে।

Advertisement
Advertisement

সাক্ষী লোপাটের জন্য সে ষড়যন্ত্র করে দুর্ঘটনা ঘটিয়ে ধর্ষিতার বাবা ও আরেক আত্মীয়কে মেরে ফেলতে চায়। ২০১৮ সালে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছিল উন্নাওয়ের নির্যাতিতার বাবার। এই মামলায় অভিযুক্ত এগারো জনের মধ্যে সাতজনকে দোষী সাব্যস্ত করে আদালত বাকি চারজনকে বেকসুর খালাস করা হয়। কুলদীপকে সাহায্য করার অভিযোগে মামলা হয় তার সঙ্গী শশী সিংয়ের বিরুদ্ধেও মামলা হয় কিন্তু উপযুক্ত তথ্য প্রমানের অভাবে আদালত তাকে বেকসুর খালাস করে দিয়েছে। নিজের রাজনৈতিক প্রভাবের দ্বারা দোষের প্রমান মুছে ফেলতে একাধিকবার চেষ্টা করেছিল এই বিধায়ক।

Advertisement

আরও পড়ুন : করোনা ভাইরাস থেকে বাঁচতে কি কি করবেন আর কি এড়িয়ে চলবেন

Advertisement
Advertisement

কুলদীপের বিরুদ্ধে আদালতে পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। মামলার জন্য তাকে বিধায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দল থেকেও বহিষ্কার করা হয় তাকে। কিশোরীর পরিবার সিবিসিবিআইয়ে আবেদন জানালে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। শেষপর্যন্ত সাজা ঘোষণা হয় কুলদীপের।

দিল্লির তিসহাজারি আদালতে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেনেগারকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। কারাদণ্ডের পাশাপাশি ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে কুলদীপকে। এবার অন্য একটি মামলাতেও দোষী সাব্যস্ত করা হল বহিস্কৃত এই বিধায়ককে।

Advertisement

Related Articles

Back to top button