Virat Kohli: ‘নায়িকাকে বিয়ে করাই ফল’, বিরাট কোহালির বিষন্নতায় এমন কথা বললেন বলিউড অভিনেতা

বলিউডের চলচ্চিত্র নির্মাতা কামাল রশিদ খান (KRK) তার বিতর্কিত বক্তব্যের জন্য বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন। ইতিপূর্বেও বিভিন্ন বলিউড সেলিব্রেটি এবং ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। কখনো কখনো তার…

Avatar

বলিউডের চলচ্চিত্র নির্মাতা কামাল রশিদ খান (KRK) তার বিতর্কিত বক্তব্যের জন্য বর্তমানে সংবাদ শিরোনামে রয়েছেন। ইতিপূর্বেও বিভিন্ন বলিউড সেলিব্রেটি এবং ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। কখনো কখনো তার বিতর্ক এমন উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যে, কেউ কল্পনাও করতে পারেন না তাদের বিষয়ে এমন রিভিউ হতে পারে। এবার ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্যও বিতর্কিত মন্তব্যের জন্ম দিয়েছেন কেআরকে। ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিরাট কোহলিকে নিশানা করতে গিয়ে আক্ষরিক অর্থে আনুষ্কাকে কটাক্ষ করে বসেন কেআরকে। শুধু তাই নয়, বিরাট কোহলিকে দলে নেওয়া নিয়েও রীতিমতো দল নির্বাচকদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন তিনি।

Virat Kohli: 'নায়িকাকে বিয়ে করাই ফল', বিরাট কোহালির বিষন্নতায় এমন কথা বললেন বলিউড অভিনেতা

এদিন কেআরকে প্রথমে আনুষ্কা এবং বিরাটকে নিয়ে একটি কটূক্তি করেন। এই বিতর্কিত মন্তব্যের পেছনে অবশ্য বিরাট কোহলির ছোট্ট ভূমিকা রয়েছে। কিছুদিন পূর্বে এক সাক্ষাৎকারে বিরাট নিজের বিষণ্ণতার কথা বলেছিলেন। আর সেই প্রসঙ্গ নিয়ে কোহলিকে তুলোধোনা করলেন কেআরকে। এদিন কেআরকে টুইটের এক বার্তায় লিখেছেন- “বিরাট কোহলি ভারতের প্রথম ক্রিকেটার, যার বিষণ্নতার কারণ একজন নায়িকাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা। এক নায়িকাকে বিয়ে করার ফল হিসেবে তিনি বিষন্নতায় ভুগছেন। আনুষ্কার এখন এই বিষয়টি মাথায় রাখা উচিত যে, তার (বিরাট) বিষণ্নতার সমস্যা রয়েছে।”

Virat Kohli: 'নায়িকাকে বিয়ে করাই ফল', বিরাট কোহালির বিষন্নতায় এমন কথা বললেন বলিউড অভিনেতা

এই মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনার শিকার হন কেআরকে। অনেক সমালোচনার পর নিজেই টুইট ডিলিট করে দেন তিনি। তবে বিগত তিন বছরেরও বেশি সময় ধরে বিরাট কোহলির পারফরমেন্স রীতিমতো হতাশায় ফেলেছে ক্রিকেটপ্রেমীদের। একের পর এক সিরিজ থেকে বাদ পড়তে হয়েছে ভারতীয় রান মেশিনকে। যদিও গতকাল পাকিস্তানে বিরুদ্ধে তার ব্যাট থেকে ৩৫ রানের ঝকঝকে ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এশিয়া কাপেই চূড়ান্ত পারফরমেন্সে ফিরবেন রান মেশিন।