নিউজকলকাতা

পুরসভা স্কুলের পড়ুয়াদের ইংরেজিতে ভিত মজবুত করতে চালু হবে পাইলট প্রকল্প, ঘোষণা কলকাতা পুরসভার

কলকাতা পুরসভা বর্তমানে ২০০ টির বেশি স্কুল পরিচালনা করে

Advertisement
Advertisement

ইংরেজি ভাষাতে নির্ভুল লেখার পাশাপাশি ইংরেজি ভাষায় কথা বলতেও পড়ুয়াদের সমানভাবে স্বচ্ছন্দ হতে হবে দুনিয়ার সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে চলতে। কিন্তু অর্থনৈতিক কারণে সকলের পক্ষে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াশোনা করা হয়ে ওঠে না। অনেকেই সরকারি বা পুরসভা স্কুলে পড়াশোনা করে লক্ষ্যভেদ করতে চায়। তবে তাদের জন্য মূল অন্তরায় হয়ে দাঁড়ায় ইংরেজি ভাষায় কথা বলা। এবার শিক্ষার উন্নতির জন্য পুরসভা স্কুলগুলিতে অতিরিক্ত ইংরেজি ক্লাস নেওয়া এবং নির্দিষ্ট সময় অন্তর শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের বৈঠকের প্রস্তাব দিয়েছে কলকাতা পুরসভা। মূলত পুরসভা স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

 

Advertisement

এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, “পুরসভার স্কুলগুলির পড়ুয়াদের ইংরেজিতে লেখা ও কথা বলায় আরো দক্ষ করতে চালু হচ্ছে পাইলট প্রজেক্ট। এতে এক দিকে তারা ইংরেজি ভাষায় আরো সাবলীল হতে পারবে এবং ভবিষ্যতে ইংরেজি কথা বলা তাদের স্বপ্নের পথে অন্তরায় হবে না।” এছাড়াও তিনি আরও জানিয়েছেন, “বাধ্যতামূলকভাবে স্কুলগুলিতে নির্দিষ্ট সময় অন্তর শিক্ষক অভিভাবকদের বৈঠক হবে। এতে আখেরে লাভ হবে পড়ুয়াদেরই।”

Advertisement
Advertisement

 

আপনাদের জানিয়ে রাখা ভালো, কলকাতা পুরসভার শিক্ষা দপ্তর বর্তমানে ২০০ এর বেশি স্কুল পরিচালনা করে। সেখানে পঠনপাঠনের মান উন্নয়নের জন্য সচেষ্ট হয়েছে পুরসভা। আগামী দিনে এইসব স্কুলে ইংরেজি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আপাতত পুরসভা পরিচালিত ৭০ টি ইংরেজি মাধ্যম স্কুলের মধ্যে ৯ টি স্কুলে পাইলট প্রজেক্ট শুরু হবে। এর জন্য একটি সর্বভারতীয় স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে। ওই ৯ টি স্কুলের পড়ুয়াদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ দেবে ওই সংগঠনের শিক্ষক-শিক্ষিকারা।

 

কলকাতা পুরসভার ৬, ২০, ৫৮, ৬২, ৬৮, ৭৪, ৭৬, ৮১ ও ৮২ নম্বর ওয়ার্ডের স্কুলগুলিতে এই পাইলট প্রজেক্ট চালু হবে। আপাতত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ইংরেজি শেখাবে ওই স্বেচ্ছাসেবী সংস্থা। আসলে পুরসভা চাইছে ছোট থেকেই যাতে পড়ুয়াদের ইংরেজি শিক্ষার ভীত শক্ত করা যায়। আপাতত চলতি মাস থেকে শুরু হয় আগামী দুই বছর এই পাইলট প্রজেক্ট চলবে। শিক্ষার পাশাপাশি শিক্ষক অভিভাবক বৈঠক নিয়ে জোর দিচ্ছে পুরসভা।

Advertisement

Related Articles

Back to top button