ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC-র এই পলিসিতে বিনিয়োগ করলে ৫ বছরে টাকা হবে ডবল, দেখে নিন

এই প্রকল্পে বিনিয়োগ করলে জীবন বীমা এবং দুর্ঘটনা বীমা কভার সবকিছুই পেয়ে যাবেন একজন গ্রাহক

Advertisement
Advertisement

ভারতের মানুষের কাছে বিনিয়োগ এখন ধনী হওয়ার একটা দারুন উপায় হয়ে উঠেছে। পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র প্রকল্পে টাকা বিনিয়োগ করে আপনারা ধনী হতে পারেন। তবে সেই প্রকল্পে যদি টাকা ডবল করতে হয় তাহলে কিন্তু আপনাকে কমপক্ষে ১০ বছর সময় দিতে হবে। কিন্তু যদি আপনি পাঁচ বছরের মধ্যেই নিজের জমানো টাকার পরিমাণ দ্বিগুণ করতে চান তাহলে এখন কিছু প্রকল্প ভারতে এসেছে। এই সমস্ত প্রকল্পে আপনি বিনিয়োগ করে খুব সহজে আপনার টাকা ডবল করতে পারেন। এর মধ্যেই অন্যতম হলো এলআইসির ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান। এলআইসির এই নতুন ইনভেস্ট প্লাস প্ল্যান হলো একটি ইউলিপ, নন পার্টিসিপেন্ট একক প্রিমিয়াম জীবন বীমা প্রকল্প। এখানে বিনিয়োগ করলে আপনি শুধুমাত্র বিমা নয়, বিনিয়োগে একসাথে কভার পেয়ে যাবেন। অফলাইনের পাশাপাশি আপনি অনলাইনেও এই প্রকল্প কিনতে পারবেন।

Advertisement
Advertisement

এলআইসির এই ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান হলো একটি সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ একসাথে পুরো টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। আপনি যদি এই প্রকল্পে ঝুঁকি নিতে পারেন তাহলে ১৫ শতাংশ NV বৃদ্ধির সাথে সাথে পাঁচ বছরে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে। তবে যদি আপনি ঝুঁকি কম নিতে চান তাহলে আপনার রিটার্নের পরিমাণ কমবে।

Advertisement

এর পাশাপাশি এই প্রকল্পে বিনিয়োগ করলে আপনি জীবন বীমা এবং দুর্ঘটনা বীমা কভার পেয়ে যাবেন। আপনি জীবন বীমা কভার নিতে চান তাহলে আপনাকে ভালো টাকা বিনিয়োগ করতে হবে। যত বেশি আপনি বিনিয়োগ করবেন তত বেশি আপনার বীমার কভার বাড়বে। ধরা যাক কেউ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ। তবে সে ক্ষেত্রে তিনি ৩ লক্ষ ৭৫ হাজার টাকার দুর্ঘটনা বীমা কভার পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই প্রকল্পে আপনি ডেথ বেনিফিটও পেয়ে যাবেন। এই বেনিফিট শুরু হওয়ার পরে যদি কোন পলিসি ধারকের মৃত্যু হয় তাহলে বিমার টাকা এবং ইউনিট তহবিল পুরোটাই পেয়ে যাবেন ওই গ্রাহক।

Advertisement
Advertisement

বিনিয়োগকারী যদি লাইফ অ্যাসিওর ম্যাচুরিটি পর্যন্ত বেঁচে থাকেন তাহলে লাইফ অ্যাসিউরড ম্যাচিউরিটি বেনিফিট হিসেবে ইউনিট ফান্ড ভ্যাল্যুর সমান পরিমাণ টাকা পেয়ে যাবেন। আর যদি বিনিয়োগকারী চান তাহলে তিনি পলিসি স্যারেন্ডার করতে পারেন। প্রাথমিক পাঁচ বছর প্ল্যান সারেন্ডার করলে চার্জ কেটে তারপর ইউনিট ফান্ডের মূল্য দেওয়া হয়। এই প্রকল্পের লক ইন পিরিয়ড কিন্তু পাঁচ বছরের জন্য। অর্থাৎ এর আগে কিন্তু আপনি পলিসি স্যারেন্ডার করতে পারবেন না।

Advertisement

Related Articles

Back to top button