নিউজকলকাতা

KMC: স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করতে উদ্যোগ নিলো কলকাতা পুরসভা, তৈরি হবে স্যাটেলাইট সেন্টার

এই স্যাটেলাইট সেন্টার তৈরি করার অনুরোধ নিয়ে জমি চেয়ে আবাসন দফতরকে চিঠি দিয়েছে KMC

×
Advertisement

শুধু ডেঙ্গু ম্যালেরিয়া নয়, মাঝে মধ্যেই আমাদের সামনে এমন কিছু ভাইরাস আসে যার কারণে আমাদের অনেক সমস্যার মধ্যেই পড়তে হয়। সম্প্রতি ভারতে অ্যাডিনো এবং কোভিডের মত ভাইরাসের আবির্ভাবের কারণে পুর-কেন্দ্রগুলির উপরে চাপ বাড়ছে নিয়মিত। সেই সমস্যার সঙ্গে মোকাবিলা করার জন্যই এবারে প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই স্বাস্থ্যকেন্দ্রগুলি মূলত স্যাটেলাইট সেন্টার হিসেবেই কাজ করবে। সূত্রের খবর, প্রথম ধাপে ৫৯টি এবং দ্বিতীয় ধাপে ৪৮টি স্যাটেলাইট সেন্টার তৈরি করার চিন্তাভাবনা নিয়েছে সরকার।

Advertisements
Advertisement

প্রাথমিকভাবে দুটি সেন্টার চালু করা হয়েছে। আরো ২৮টি কেন্দ্র খুব শীঘ্রই চালু হতে চলেছে। তবে, এই হেলথ সেন্টার চালু করার ক্ষেত্রে মূল বাধা হলো জমি। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আবাসন দফতরের যে সমস্ত অব্যবহৃত জমি পড়ে আছে, সেগুলিকে ব্যবহার করার জন্য ইতিমধ্যেই দফতরে চিঠি দিয়েছে পুরসভা।

Advertisements

পুরসভার একটি হিসেব অনুযায়ী, আবাসন দফতরের অধীনে ইতিমধ্যেই একাধিক LIG ও MIG জমি পড়ে রয়েছে। এই জমি ব্যবহার করেই এই সমস্ত স্যাটেলাইট সেন্টার তৈরি করতে চাইছে কলকাতা পুরসভা। এই ব্যাপারেই মধ্যস্থতা করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। পুরসভার একজন আধিকারিক জানাচ্ছেন, এর আগে এই জায়গায় একাধিক হরিণঘাটা দুধের ডিপো চলত। এখন এই জায়গাগুলোতে স্বাস্থ্য কেন্দ্র যদি তৈরি করা হয় তাহলে অনেকেই উপকৃত হবেন। এই কারণেই বলতে গেলে কলকাতা পুরসভা এই স্যাটেলাইট কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button