বলিউডবিনোদন

KKBKKJ Box Office: চারবছর পর ঈদে ফিরলেন ভাইজান, ছবিটি প্রথম দিনে এত কোটি আয় করেছে

×
Advertisement

ফারহাদ সামজি পরিচালিত ‘কিসিকা ভাই কিসিকা জান’ গত শুক্রবার ২১-এ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে। আর সেই নিয়ে এই মুহূর্তে ভাইজান ভক্তদের মাঝে উচ্ছ্বাসের শেষ নেই। হলে উপছে পড়ছে দর্শকদের ভিড়। চারবছর পর ঈদে ফিরেছেন অভিনেতা। আর পর্দায় ফিরে প্রথম দিনেই ভাইজানের ছবি গণ্ডি পেরিয়েছে ১৫ কোটির। এখন সেই নিয়েই মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে। ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।

Advertisements
Advertisement

২০১০ থেকে প্রতি ঈদে বড়পর্দায় দেখা দেন বলিউডের ভাইজান সালমান খান। ২০১৯ পর্যন্ত সেই ধারাই বজায় ছিল। তবে এবার ২০১৯-এর পর ২০২৩-এ অর্থাৎ চারবছর পর পর্দায় ফিরেছেন ভাইজান। আর ফিরেই তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। সম্প্রতি এক জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক সেই প্রসঙ্গেই টুইট করেছেন।

Advertisements

Advertisements
Advertisement

সম্প্রতি জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্স ‘কিসিকা ভাই কিসিকা জান’এর প্রথম দিনের কালেকশন নিয়ে জানিয়েছেন,
২০১০- দাবাং – ১৪.৫০ কোটি
২০১১- বডিগার্ড – ২১.৬০ কোটি
২০১২- এক থা টাইগার – ৩২.৯৩ কোটি
২০১৪- কিক – ২৬.৪০ কোটি
২০১৫- বাজরাঙ্গী ভাইজান – ২৭.২৫ কোটি
২০১৬- সুলতান – ৩৬.৫৪ কোটি
২০১৭- টিউবলাইট – ২১.১৫ কোটি
২০১৮- রেস ৩ – ২৯.১৭ কোটি
২০১৯- ভারত – ৪২.৩০ কোটি
২০২৩- কিসিকা ভাই কিসিকা জান – ১৫.৮১ কোটি

উল্লেখ্য ভাইজানের এই ছবি ১০০-টির বেশি দেশে মোট ১২০০-টি স্ক্রিনে মুক্তি পেয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী ৫৭০০-টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ভাইজানের এই ছবি। সাম্প্রতিক এই ছবিতে সালমান খানের পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, ভূমিকা চাওলা, জ্যাসি গিল, আব্দু রোজিক, জগপতি বাবু, আয়ুষ শর্মা, মালবিকা শর্মার মতো একাধিক প্রথম সারির তারকারা।

Related Articles

Back to top button