জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

রোজ খাবার পাতে কুমড়ো রাখুন দেখুন ম্যাজিক!

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক : কুমড়োর গন্ধের কারণে অনেকেই এটি খেতে পছন্দ করেন না। তবে এর গুনাগুন জানা থাকলে পাতে অবশ্যই কুমড়ো রাখবেন। আসুন তবে জেনে নিই এই সবজিটির উপকারিতা সম্বন্ধে–

Advertisement
Advertisement

১) দৃষ্টিশক্তি ভালো থাকে: কুমড়োর মধ্যে থাকে বিটা ক্যারোটিন যার ফলে কুমড়োর রং কমলা বা হলুদের মতো। ওর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের চোখের জন্য খুবই উপকারী। এছাড়াও কুমড়োতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

Advertisement

২) ত্বকের জন্য উপকারী: কুমড়ো ত্বকের জন্য দারুণ কাজ করে। কুমড়োর মধ্যে থাকা বিটা-ক্যারোটিন ত্বককে ভালো রাখে এবং সূর্যের রশ্মির হাত থেকে ত্বককে বাঁচায়। কুমড়ো দিয়ে ফেসপ্যাক বানিয়ে তা মুখে মাখলে ত্বক ভালো থাকে।

Advertisement
Advertisement

৩) ওজন কমায়: আমরা মোটা মানুষ দেখলেই তাকে কুমড়োপটাশ বলি। কিন্তু জানেন কি কুমড়ো খেলে আবার ফ্যাটও দূর হয়। কুমড়োতে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার যা আমাদের হজমে সাহায্য করে। এরমধ্যে ক্যালোরির পরিমাণ কম রয়েছে যার ফলে ওজন বাড়ার কোনো প্রশ্নই থাকে না।

৪) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কুমড়োর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের শরীরকে রোগ জীবাণুর হাত থেকে বাঁচায়। ফলে কুমড়ো খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৫) ডায়াবেটিসের প্রকোপ কমায়: কুমড়োর মধ্যে শর্করার পরিমাণ থাকে কম এবং এটি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ায়। ফলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে।

৬) ক্যান্সারের প্রবণতা কমায়: কুমড়োর মধ্যে থাকা বিটাক্যারোটিন শুধু চোখ বা ত্বকের জন্যই নয় এটি ক্যান্সারের জন্য উপকারী। এছাড়াও কুমড়োর মধ্যে উপস্থিত ভিটামিন এ আর ভিটামিন সি কোষের ক্ষত কে দূর করে।

Advertisement

Related Articles

Back to top button