নিউজরাজ্য

“বিজেপির জন্য উদ্বোধন হচ্ছে মাঝেরহাট ব্রিজ”, রাজ্য সরকারকে তোপ বিজয়বর্গীয়ের

Advertisement
Advertisement

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। ২ বছর তিন মাস পর বেহালা, ঠাকুরপুকুর, জোকা সহ একাধিক জায়গায় খুলে দেওয়া হল সংযোগকারী ব্রিজগুলিকে। উদ্বোধন হল মাঝেরহাট ব্রিজ। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন এক দিনে রাজ্য সরকারকে নিশানা করতে দেখা গেল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে।

Advertisement
Advertisement

ব্রিজটি চালু করার দাবিতে দুই সপ্তাহ আগেই তারাতলায় বিক্ষোভ দেখিয়েছিল রাজ্য বিজেপি। এই নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভাকারীদের। এই নিয়ে একের পর এক বাক্যবাণ ছুঁড়তে দেখা গেল বিজয়বর্গীয়। তার তীরের ডগায় ছিল রাজ্য সরকার।

Advertisement

এইদিন বিজয়বর্গীয় লেখেন, বিজেপির টানা চাপে অবশেষে উদ্বোধন হচ্ছে মাঝেরহাট ব্রিজ। কিন্তু ২০১৮ সালের সেই কষ্ট শহরবাসী ভুলতে পারবেন না। যে ক্ষতি এবং মৃত্যু হয়েছিল তা নিয়ে একদম বিচলিত ছিলেন না মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

এখানেই থামেননি তিনি। পরের টুইটে তিনি লেখেন, এখন খুঁজে বের করতে হবে কাদের জন্য ভেঙেছিল মাঝেরহাট ব্রিজ। তাদের কঠিন শাস্তি দিতে হবে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সৌমেন বাগ, প্রবীর কুমার দে এবং গৌতম মণ্ডলের। দায় নিয়ে পদত্যাগ করা উচিৎ ছিল পুরমন্ত্রীর। কিন্তু তিনি তা করেননি।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ উদ্বোধন করা হল মাঝের হাট ব্রিজ। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই ব্রিজটি লম্বায় ৬৩৬ মিটার এবং ১৬ মিটার চওড়া। তবে এইবারের ব্রিজটির আছে একটি বিশেষত্ব। যদি ব্রিজটির ওপর বেশি ওজন চাপানো হয়, অর্থাৎ যদি বেশি ওজন চাপে তবে তা নজরে আনবে ব্রিজে লাগানো সেন্সার। সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করবে সরকারি কর্তৃপক্ষ।

Advertisement

Related Articles

Back to top button