প্রেমের জালে ফাঁসিয়ে ছেলেদের সাথে এমন কাজ করতো নার্স, দেখে রাতের ঘুম উড়বে (VIDEO)

Advertisement

Advertisement

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম।

Advertisement

উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেজায় পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। ‘উল্লু’ তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায় নিজেরই। সম্প্রতি উল্লুর তেমনই আরো একটি বোল্ড সিরিজের কথা উঠে এসেছে তার একাধিক বোল্ড ঝলকের সূত্র ধরেই। এই মুহূর্তে সেই সিরিজের অফিসিয়াল ট্রেলার পুনরায় ভাইরাল হতেই মিডিয়ার পাতায় চর্চিত সিরিজটি।

Advertisement
Advertisement

এই মুহূর্তে উল্লুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই পুনরায় ভাইরাল হয়েছে অন্যতম জনপ্রিয় ও সাহসী সিরিজ ‘জুলি’। আপাতত, সিরিজের দ্বিতীয় সিজনের অফিসিয়াল ট্রেলার আবারো নজর কেড়েছে দর্শকমহলের একাংশের। এই সিরিজের গল্পটি একটি মহিলা নার্সকে কেন্দ্র করেই এগিয়েছে। গল্প অনুযায়ী, একটি নার্স প্রথমে নিজের শরীরি আবেদনের সূত্র একাধিক পুরুষমানুষকে আকৃষ্ট করতো এবং পরে তাদের সাথে ঘনিষ্ঠ হয়েই কেটে নিত তাদের গোপনাঙ্গ। প্রাণে শেষ করে দিত তাদের। ট্রেলার অনুযায়ী, কোন একটি গদ্যের গল্পের সাথে মিল ছিল এই ঘটনার। এই তথ্য তদন্তের সূত্রে চলে আসে পুলিশের হাতে। কি হবে এরপর? এই ঘটনা কি সত্যিই কাকতালীয়? শেষপর্যন্ত ধরা পড়বে কি ঐ মহিলা নার্স! এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে দেখতে হবে উল্লুর এই সিরিজটি। উল্লেখ্য, প্রায় এক বছর আগেই উল্লুর পর্দায় মুক্তি পেয়ে গিয়েছে ‘জুলি সিজন ২’।