এবার মাশুল বাড়ালো জিও, দেখে নিন নতুন প্ল্যানে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন

Advertisement

Advertisement

এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার পর এবার মাশুল বাড়ালো জিও। একধাক্কায় অনেকটাই বেড়ে গেলো জিও’র খরচ। আগের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি দিতে হবে এবার জিও রিচার্জে। সংস্থার দাবি, ৪০ শতাংশ চার্জ বাড়ালেও তারা অন্য অপারেটরদের থেকে ৩০০ শতাংশ বেশি সুবিধা দেবে। তবে এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার থেকে কিছুটা কমই থাকছে জিও’র রিচার্জ প্ল্যান। প্রতিটা প্ল্যানেই আনলিমিটেড জিও থেকে জিও কলের সুবিধা পেলেও বাকি নেটওয়ার্কে একটি নির্দিষ্ট মিনিটস ধরেই কথা বলা যাবে। জিও’র জনপ্রিয় রিচার্জ প্ল্যান ৩৯৯ এর জন্যে এবার থেকে গ্রাহককে দিতে হবে ৫৫৫ টাকা, অর্থাৎ একধাক্কায় ১৫৬ টাকা বেশি বেড়েছে জিওতে। দেখে নিন জিও’র নতুন প্ল্যান গুলি

Advertisement

প্রতিদিন ১.৫ জিবি ডেটা প্যাক:

Advertisement
  • এক মাসের খরচ এখন ১৯৯ টাকা, সাথে জিও ছাড়া অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট পর্যন্ত ফ্রি।
  • দু’মাসের খরচ এখন ৩৯৯ টাকা, সাথে জিও ছাড়া অন্য নেটওয়ার্কে ২০০০ মিনিট পর্যন্ত ফ্রি।
  • তিন মাসের খরচ এখন ৫৫৫ টাকা, সাথে জিও ছাড়া অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট পর্যন্ত ফ্রি।
  • এক বছরের খরচ এখন ২১৯৯ টাকা, সাথে জিও ছাড়া অন্য নেটওয়ার্কে ১২,০০০ মিনিট পর্যন্ত ফ্রি।

প্রতিদিন ২ জিবি করে ডেটা প্যাক:

Advertisement
  • এক মাসের খরচ এখন ২৪৯ টাকা, সাথে জিও ছাড়া অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট পর্যন্ত ফ্রি।
  • দু’মাসের খরচ এখন ৪৪৪ টাকা, সাথে জিও ছাড়া অন্য নেটওয়ার্কে ২০০০ মিনিট পর্যন্ত ফ্রি।
  • তিন মাসের খরচ এখন ৫৯৯ টাকা, সাথে জিও ছাড়া অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট পর্যন্ত ফ্রি।
  • এছাড়া এক মাসে ৩ জিবি ডেটার একটা রিচার্জ প্ল্যান এনেছে জিও, তাতে ৩৪৯ টাকায় প্রতিদিন ৩ জিবি ডেটা মিলবে একমাস ধরে।

Recent Posts