দেশনিউজ

জম্মু কাশ্মীরে ফের তুষার ধ্বসে প্রাণ হারালেন তিন ভারতীয় জওয়ান

Advertisement
Advertisement

জম্মু কাশ্মীর : ফের তুষার ধ্বসে প্রাণ হারালেন ভারতীয় জওয়ানরা। মঙ্গলবার জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার টাংধর এলাকায় এক ভয়ংকর তুষারধ্বসে প্রাণ হারান তিন ভারতীয় জওয়ান। এই বছরে এই নিয়ে একই ঘটনা আবার ঘটলো। গতমাসেই তুষারধ্বসে প্রাণ হারিয়েছিলেন একাধিক জওয়ান, এদিন আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেলো। এদিনের তুষারধ্বসে ক্যাম্পে থাকাকালীনই মারা যান তিন জওয়ান, বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisement
Advertisement

গত মাসেই সিয়াচেন হিমবাহে ভয়ংকর তুষারধ্বসে প্রাণ হারিয়েছিলেন ছয়জন জওয়ান। আটজন নিখোঁজ হয়ে যান। এবছর কাশ্মীরে বরফ পড়া শুরু হওয়ার থেকেই এমন তুষারধ্বসের ঘটনা ঘটেই চলেছে। একটি রিপোর্ট জানাচ্ছে এখনো পর্যন্ত সিয়াচেনে প্রায় ৯০০ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত ১৯৮৪ সাল থেকেই সিয়াচেনের পুরো অংশটাই ভারতের দখলে। তাই সেই দখলদারি বজায় রাখতে সেখানে সর্বক্ষণ সেনা রাখতেই হয়।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button